ঘড়িতে সকাল ৭ টা ৫০ মিনিট। নির্ধারিত সময়তেই যাত্রী নিয়ে টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইণ্ডিগোর বিমান ৬ই ৬৫৪৩। ঠিক সেই সময় বিমানের এক ক্রু সদস্যদের নজরে আসে বিমানের মধ্যে একজন যাত্রী দাঁড়িয়ে আছেন। ওই পুরুষ যাত্রীকে ক্রু সদস্যদের তরফে আসনে বসতে বলা হলেও তিনি কিছুতেই বসতে রাজি নন। তখন অবস্থা বেগতিক বুঝে মুম্বই – বারাণসীগামী ইণ্ডিগো বিমানটি পুনরায় ফিরে আসে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে।
নিয়ম অনুযায়ী সকল ফ্লাইটই রানওয়েতে ওঠার আগে ট্যাক্সিওয়েতে অপেক্ষা করতে হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র এলে তবেই বিমান নিয়ে উড়ে যেতে পারেন পাইলট। সেই রকমই মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছিল ইণ্ডিগোর ফ্লাইট। এ বিষয়ে বিমানবন্দর সূত্রে জানা গেছে, খালি আসন নিয়ে বিমান ছাড়ার সম্ভাবনা আটকানোর জন্য অনেক সময় ওভারবুক হয়ে যায় যাত্রীদের টিকিট। আসলে এই বিমানে যত পরিমাণ আসন সংখ্যা ছিল তা এদিন ভর্তি হয়ে যায়। অন্যদিকে, ওভারবুকের কারণেই যাত্রী অতিরিক্ত যাত্রী ভুল বশত উঠে পড়ে বিমানে। ফলে বিমানের মধ্যে আসনের পাশে যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘিড়ি বিমান থেকে ওই যাত্রীকে নামিয়ে আনেন ক্রু সদস্যরা। ঘটনার জন্য বিমান ছাড়তে কিছুটা অসুবিধা হলেও পুনরায় যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ইণ্ডিগোর বিমানটি। পরে যাত্রী নিরাপত্তার বিষয় নিয়ে ইণ্ডিগো দুঃখ প্রকাশ করলও DGCA-র তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।।
Discussion about this post