ব্যবসাকে হিট করতে জুড়ি মেলা ভার আম্বানিদের। এর আগে আমরা দেখেছিল জিও লঞ্চ করার সময় ফ্রি সিমকার্ড এবং ফ্রি টকটাইম দিয়েও রিলায়েন্স কোম্পানি কোটি কোটি টাকা উপার্জন করেছিল। এবার জিও সিনেমা অ্যাপে ফ্রি-তে আইপিএল দেখাচ্ছে রিলায়েন্স। ফলে অনেকেই অবাক হচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে আইপিএল-এর মিডিয়া স্বত্ত্ব কিনেছেন মুকেশ আম্বানির সংস্থা। তাহলে কীভাবে রিলায়েন্স সংস্থা বিনামূল্যে আইপিএল দেখাচ্ছে? আসলে এর পিছনে রয়েছে এক ধুরন্ধর ব্যবসায়ীক খেলা। দীর্ঘমেয়াদী সুবিধা আদায়ের জন্যই মুকেশ আম্বানী এই কাজটি করছেন। এবং ভালো রকম আয় করছেন।
সূত্রের খবর, ২৩ হাজার ৭৫৮ কোটি টাকা খরচ করে মুকেশ আম্বানির সংস্থা VIACOM 18 আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ত্ব কিনেছে। অর্থাৎ প্রতি বছর খরচ করতে হচ্ছে ৪,৭৫০ কোটি টাকা। অথচ দেখা যাচ্ছে, এই বিপুল পরিমান টাকা খরচ করার পরও রিলায়েন্স কোম্পানি তাঁদের জিও সিনেমা মোবাইল অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএলের ম্যাচগুলি স্ট্রিমিং করছেন। এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন, আসলে এই কৌশলে রিলায়েন্স কোম্পানি দীর্ঘমেয়াদী লাভ দেখছেন। তাই ফ্রি-তে আইপিএল ম্যাচ স্ট্রিমিং করেও কোনও ক্ষতি হচ্ছে না কোম্পানির।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিনামূল্যে আইপিএল দেখিয়েও কোটি কোটি টাকা আয় করছে রিলায়েন্স জিও। কারণ, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা মাথায় রেখে রিলায়েন্স জিও বিজ্ঞাপনের রেট অনেক কম রেখেছে। যাতে বিজ্ঞাপনদাতারা অনেক সময় ধরে সংস্থার সঙ্গে যুক্ত থাকে। এতে অনেক বেশি বিজ্ঞাপন দেখানো সম্ভব হচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী, চলতি আইপিএলে বিজ্ঞাপন বাবদ রিলায়েন্স ইতিমধ্যেই প্রায় ৪০০০ কোটি টাকা তুলে নিয়েছে। এরপর আছে অন্যান্য খাতের আয়। উল্লেখ্য, গত বছর আইপিএলে রিলায়েন্স বিজ্ঞাপন থেকে আয় করেছিল ৩২৩৯ কোটি টাকা। এবার তা ছাপিয়ে যাচ্ছে।
আইপিএল সম্প্রচারের সঙ্গে প্রায় ১৮টি কোম্পানি যুক্ত রয়েছে। পাশাপাশি রয়েছে প্রায় ২৫০টির মতো বিজ্ঞাপনদাতা। ফলে লাইভ স্ট্রিমিংয়ের সময় এই সমস্ত বড় বড় কোম্পানির স্পটলাইট থেকেও আয় করে জিও সিনেমা। অপরদিকে, রয়েছে মোবাইল রিচার্জ থেকে আয়। বিনামূল্যে আইপিএলের লাইভ স্ট্রিমিং করা হলেও তা দেখতে হলে খরচ করতে হবে মোবাইল ডেটা। বাড়তি ডেটার জন্য উপভোক্তাদের রিচার্জও করতে হচ্ছে ঘন ঘন। সেটাও একটা বড় আয় মুকেশ আম্বানিদের। ফলে ফ্রি-তে আইপিএল দেখালেও কয়েক হাজার কোটি টাকা পকেটে ঢুকছে মুকেশ আম্বানির।
রাজ্যের বিভিন্ন জেলাতে আজও হালকা বৃষ্টির পূর্বাভাস। আপাতত শীতের আমেজে ফিকে হয়ে গেছে।বাড়ল রাতের তাপমাত্রা। তবে বাড়তে পারল না দিনের...
Read more
Discussion about this post