পুরাণ মতে, দক্ষরাজের সভায় সতী পতি নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞকুন্ডে জ্বলতে থাকা অগ্নিতে আহুতি দিয়েছিলেন। সতীর আত্মত্যাগ সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন মহাদেব। যজ্ঞ কুণ্ড থেকে সতীর নিথর দেহ কাঁথে তুলে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন দেবাদিদেব। মহাদেবের তাণ্ডবের ফলে মহাপ্রলয় শুরু হয় পৃথিবীতে। মহাদেবকে শান্ত করতে বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ডিত করতে থাকে। সেই খণ্ডগুলি পতিত হয় ধরাধামে। পৃথিবীর যে সব স্থানে সতীর দেহাংশ পড়েছে, সেখানেই গড়ে উঠেছে এক একটি পীঠস্থানের। পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে নানা পীঠস্থান। ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান হল বীরভূমের নলহাটি।
কথিত আছে, বিষ্ণুর সুর্দশন চক্রের আঘাতে ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের পাদদেশে দেবীর কণ্ঠনালী পড়েছিল। সেই সময় এই মন্দির চত্বর এলাকা ছিল জঙ্গলে ঘেরা। তারপরই ওই স্থানে গড়ে ওঠে দেবী নলাটেশ্বরীর মন্দির। প্রতিদিন দেবীকে স্নান করিয়ে মঙ্গলারতি করা হয়। এরপর ভক্তদের সেই পাথররূপী কণ্ঠনালী দর্শন করানো হয়। নলাটেশ্বরী মন্দিরে রয়েছে দেবীর একটি চার ফুটের পাথড়ের মুর্তি। লম্বিত জিহ্বা, ত্রিনয়নি দেবীর মুখমন্ডল সিঁদুরে রাঙানো। শাস্ত্র মতে, দেবীর নাম শেফালিকা।
লোক মুখে শোনা যায়, ব্রাহ্মনী নদীর তীরে দেবীর এই মন্দিরটি তৈরি করেছিলেন নাটেরের রাজমাতা দেবী ভবানী। বর্তমানে এই মন্দির পরিচালনা করেন ট্রাস্ট কমিটি। মন্দিরের উত্তর দিকে রয়েছে পঞ্চমুন্ডির আসন। কথিত আছে, কাশী থেকে প্রথমে তারাপীঠে এসেছিলেন কুশলানন্দ ব্রহ্মচারী নামে এক সাধক। পরে তিনি নলহাটিতে এসে এই পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন। নলাটেশ্বরী মন্দিরে দেবীর পুজোর প্রধান উপকরণ হল চাঁছি ও প্যাঁড়ার সন্দেশ। প্রতিদিন সূর্যদ্বয়ের পরে দেবীর অঙ্গরাগ হয়। ভোর ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের প্রবেশ দ্বার। প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে মন্দিরে বিশেষ পুজো হয় সঙ্গে চলে হোম যজ্ঞও। মনে করা হয়, দেবী এখানে অত্যন্ত জাগ্রত। ভক্তদের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে দেখা মেলে বহু সাধকেরও। সিদ্ধি লাভের উদ্দেশ্যে এই মন্দিরে সাধনা করেন তারা। ভক্তদের বিশ্বাস, এক মনে দেবীর সামনে কিছু চাইলে, মা নলাটেশ্বরী তাঁকে খালি হাতে ফেরায় না। পূরণ করেন ভক্তের মনোস্কামনা। দেবীর মাহাত্ম্য পেতে সারা বছরই নলাটেশ্বরী মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতো।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তার আগের মেয়াদ শেষ...
Read more
Discussion about this post