ট্রাক ড্রাইভার থেকে সেলিব্রিটি হয়ে তাক লাগিয়ে দিয়েছে এই ইউটিউবার।সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তাকে সবাই চেনে।তিনি হলেন রাজেশ রাওয়ানি।পেশা হিসেবে ট্রাক ড্রাইভারীকে বেছে নিলেও সোশ্যাল মিডিয়ায় ভলোগ করেন তিনি।ট্রাক চালিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পৌঁছে দেন।আর সেও ট্রাকেই রান্না করেন ও তার ভিডিও করেন রাজেশ।ট্রাকেই তার ছোটোখাট সংসার,ভিডিওতে মিলিয়ন ভিউস হয়।রাস্তার ধারে গাড়ি দার করিয়ে রান্না বান্না করেন।নিজে খান সঙ্গে কেউ থাকলে তাকেও খাওয়ান।কখনো দেশি মুরগি কখনো মটন।তার রেসিপি ও বেশ জনপ্রিয় নেট মহলে।
সোশ্যাল মিডিয়ায় এতটাই জনপ্রিয় এই ট্রাক ড্রাইভার।সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা তাকে নিয়ে পোস্ট করেছেন।
ট্রাকে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই কাজ রাজেশের।ট্রাকেই থাকেন তিনি।ট্রাকেই নিজের রান্না নিজে করেন।এরই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।নিজের নিত্যদিনের কাজ কেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এই ইউটুবার।আর তাতেই ফলোয়ার্সের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার।ইউটিউবে তার 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে।পাশাপাশি ইনস্টাগ্রামেও অনেক ফলোয়ার্স রয়েছে রাজেশের।এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখনো সাদামাটা জীবন তার।এখনো ট্রাকে করে ঘুরে ঘুরে কাজ করেন,পাশাপাশি ট্রাকে বসে লোভনীয় সব পদ রেঁধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
সম্প্রতি মাহিন্দ্রা কোম্পানির মালিক আনন্দ মাহিন্দ্রা ও তাকে নিয়ে একটি পোস্ট করেছিলেন।রাজেশের একটি ভিডিও পোস্ট করেছেন।অনেকের কাছেই আজ তিনি অনুপ্রেরণা।নিজের উপার্জনে তিন তলা বাড়ি বানিয়েছেন রাজেশ।কিভাবে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করতে হয় তা শিখিয়ে দিলেন এই সেলিব্রিটি ট্রাক ড্রাইভার।
Discussion about this post