সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণ উর্ফির।কারণ হরেক রকম পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন তিনি।আর তাই তাকে ক্যামেরাবন্দী করতে ছোটেন পাপারাতজিরা।সব সময় ই চর্চায় তিনি।যেকোনো জিনিস দিয়েই নিজের পোশাক বানিয়ে ফেলতে পারেন তিনি।বারবার ই অবাক করেন নেটিজেন দের।এবার ন্যাড়া হয়েছেন উর্ফি।পোশাকের সঙ্গে মানান সই হেয়ার স্টাইল করেন উর্ফি।কিন্তু কখনো একেবারে ন্যাড়া হতে দেখা যায়নি তাকে।পুরো মাথা কামিয়ে নয়া অবতারে উর্ফি।
সেই ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন উরফি। সেখান থেকেই একটি সেলফি তুলে পোস্ট করেছেন তিনি।ছবি দেখে রীতিমত অবাক নেটিজেনরা। আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা।
কিন্তু হঠাৎ করে ন্যাড়া হতে গেলেন কেন উর্ফি!যদিও তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়।ফ্যাশনের জন্য যা খুশি করতে পারে উর্ফি
ছবিতে প্রচুর কমেন্ট রয়েছে।ছবিটা খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে একটি ফিল্টার ব্যবহার করে মজার ছলেই ছবিটি তুলেছে উর্ফি।
কিন্তু পরবর্তীকালে কী এই অবতারে সত্যি সত্যি দেখা যেতে পারে উর্ফিকে।সেটা তো সময় বলবে।
Discussion about this post