অনেকেই আছেন যারা জীবনে একবার অন্তত কেদারনাথ দর্শনে যাওয়ার স্বপ্ন দেখেন। আবার অনেকে আছেন যারা চারধাম তীর্থযাত্রা করার স্বপ্ন দেখেন। তবে শুধু তীর্থযাত্রী নয়, অনেকে শুধুমাত্র প্রকৃতির অপরূপ শোভার টানে কেদারনাথ-সহ চারধাম ঘুরতে যেতে চান। উত্তরাখণ্ডের এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বারবার অসংখ্য মানুষকে টেনে আনে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রাভএল ভ্লগের দৌলতে বহু মানুষ এখন চারধাম দর্শন করতে চাইছেন। এবার সকলের জন্যই সুখবর নিয়ে এল রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি।
ভারতীয় রেলের অধীনে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন নিয়ে এল এক আকর্ষণীয় প্যাকেজ। মাত্র ১১ দিন ১২ রাতের এই প্যাকেজে দেখে নেওয়া যাবে চারধাম-সহ আশেপাশের বেশ কয়েকটি ধর্মীয় এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আইআরসিটিসি-র এই প্যাকেজে দেখানো হবে হরিদ্বার, বারকোট, জানকি চটি, উত্তরকাশী, গঙ্গোত্রী, যমুনেত্রী, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, কেদারনাথ এবং বদ্রীনাথ।
তবে বাংলা থেকে নয়, আইআরসিটিসি-র এই প্যাকেজে চারধাম যাত্রা শুরু হবে ওড়িশার রাজধানী ভূবণেশ্বর থেকে। ১১ দিন ১২ রাতের এই যাত্রা শুরু হবে আগামী ১২ জুন। তবে রেলের সহযোগী সংস্থার সঙ্গে ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারধাম যাত্রায় যেতে হলে গুণতে হবে একটু বেশি অর্থ। আইআরসিটিসি-র এই প্যাকেজের জন্য যাত্রীপিছু দিতে হবে ৬২ হাজার ২২০ টাকা। তবে এরমধ্যে রয়েছে ফ্লাইট ভাড়া, হোটেল, খাবার ও পানীয়র খরচ ধরা আছে।
আগামী ১০ জুন খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির। ফলে যারা কেদারনাথ, বদ্রীনাথ-সহ চারধাম একটু বিলাসবহুলভাবে যেতে চান তাঁরা বুক করতে পারেন আইআরসিটিসি-র এই প্যাকেজ। ট্যুর প্যাকেজ বুক করতে হলে আপনাকে আইআরসিটিসি-র ওয়েবসাইটে লগইন করতে হবে। এছাড়া সংস্থার বিভিন্ন জোনাল অফিস ও সেবাকেন্দ্র থেকেও বুক করা যাবে চারধাম যাত্রার প্যাকেজ।
Discussion about this post