তিন বছর পর দেশের মাঠে কোন টুর্নামেন্ট খেলতে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিকের সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া । ভুবনেশ্বরে চলেছে চারদিনের জাতীয় ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স মিট । নীরজ ও প্যারিস অলিম্পিকে যোগ্যতা পাওয়া কিশোর জেনা এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ । নীরজ একটি ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সমর্থনের দিকে আমি তাকিয়ে আছি। আপনাদের সঙ্গে দেখা হবে উড়িশায় । নীরজ , কিশোর লড়াই দেখার জন্য বিনা টিকিটে কলিঙ্গ স্টেডিয়ামের ৮ বি গেট আজ খুলে দেয়া হবে, যাতে গ্যালারি ভরে ওঠে । নীরজের জীবনে এখনও সেরা থ্রো ৮৯.৯৪. মিটার।
চলতি মরশুমে হরিয়ানার তারকা শুরু করেছেন দোহায় ডায়মন্ড মিটে ৮৮.৩৬ মিটার মিটার ছুঁড়ে। চাপমুক্ত হয়ে এই মিটে ৯০ মিটার ছুঁড়ে ফেলতে পারলে নীরজের কাছে বিরাট মোটিভেশন। পুরী জেলার কোটাশাহিব ছেলে কিশোরের দিকেও সকলের নজর । এশিয়ান গেমসে ৮৭. ৫৪ মিটার ছুড়ে তিনি রুপো জেতায় প্যারিসে তার কাছেও পদকের আশা দেশবাসীর । নীরজ মনে করেন কিশোর ও নব্বই মিটারের গণ্ডি টপকে যেতে পারেন। সেটা কিশোর তার ঘরের মাঠে করতে পারেন কিনা সেটাই দেখার। এই মিটের অন্যতম আকর্ষণ শট পাটার তাজিন্দর পাল সিং ত্যুর । মঙ্গলবার পাঞ্জাবের এই শটপাটার সোনা জিতলেন ২০.৩৮ মিটার থ্রো করে । তবে প্যারিস অলিম্পিক টিকিট তিনি এই মিটেও পেলেন না । অলিম্পিকের যোগ্যতা অর্জনের মাপকাঠি ২১.৫০ মিটার। মঙ্গলবার তাজিন্দার তার সেরা ২১.৭৭ মিটার থ্রো এর কাছাকাছি যেতে পারেননি। ফলে তাকে ৩০শে জুন পর্যন্ত সময় যেকোন ওপেন টুর্নামেন্টে এই অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। তবে এখনো সময় আছে ।
পাঁচ বছর ধরে দিল্লি ক্যাপিটেলসের কোচ ছিলেন। এবার আইপিএলের নতুন ইনিংস শুরু করলেন রিকি পন্টিং। বুধবার তিনি হেড কোচ হিসেবে...
Read more
Discussion about this post