২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২রা জুন। ভারতের প্রথম খেলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ই জুন। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশিত হয়েছে সম্প্রতি। দ্বিতীয় সেমি ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি অথচ প্রথম সেমিফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে । যেহেতু দ্বিতীয় সেমিফাইনাল খেলা সম্ভাবনা ভারতের বেশি । এই কারণে ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন যে সেমিফাইনালের পরের দিনই ফাইনাল খেলতে হবে। আইসিসি রিজার্ভ ডে ‘র পরিবর্তে ৪ ঘন্টা ১০ মিনিট অতিরিক্ত রেখেছেন, যাতে ম্যাচটি একদিনই শেষ করা যায়। এর বড় কারণ হল দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ শে জুন, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ শে জুন। আইসিসির যুক্তি রিজার্ভ ডে তে খেললে দলগুলি ক্লান্ত হয়ে পড়বে এবং পরদিন তাদের ফাইনাল খেলতে হবে। সেই কারণে দ্বিতীয় সেমিফাইনালে কোন রিজার্ভ ডে রাখা হয়নি।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে দ্বিতীয় সেমিফাইন অনুষ্ঠিত হবে গায়নায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজে । প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬শে জুন স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ভারতীয় সময় পরের দিন সকাল ছটা। দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে পয়েন্টে শীর্ষ থাকা অর্থাৎ সুপার আটে যারা শীর্ষে থাকবে তারাই ফাইনালে উঠবে। তবে তখনই ফাইনালে উঠবে যখন খেলার কোন সম্ভাবনা থাকবে না অর্থাৎ আম্পায়াররা খেলা বাতিল ঘোষণা করবেন। এবারের বিশ্বকাপে ভারতের খেলার সূচি এইরকম, ২রা জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউইয়র্কে। ৯ জুন ভারত বনাম পাকিস্তান নিউইয়র্কে। ১২ ই জুন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র নিউইয়র্কে। ১৫ ই জুন ভারত বনাম কানাডা ফ্লোরিডায় ।
: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে...
Read more
Discussion about this post