আগামী মাস থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ । বিশ্বকাপের আগে ভারতের অধিনায়কের সাদামাটা ক্রিকেট, চিন্তায় ফেলেছ ভারতের ক্রিকেটপ্রেমীদের । ব্যতিক্রম সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভ বলেছেন ,রোহিত শর্মা বড় মঞ্চের বড় ক্রিকেটার, ফলে চলতি আইপিএলের পারফরম্যান্স দেখে তার মূল্যায়ন হতে পারে না । তিনি আরও বলেছেন, অতীত দেখলে বোঝা যাবে বড় প্রতিযোগিতায় রোহিত বরাবরই ভালো খেলে এসেছে। ও হলো বড় মঞ্চের বড় ক্রিকেটার । আমি বিশ্বাস করি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত দারুন খেলবে । এখানে সেরা ছন্দে পাওয়া যাবে ওকে। এছাড়া সৌরভ আরো বলেন ভারত ও খুব ভালো দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে । তাই অনেক ভালো ক্রিকেট দেখতে পাবো আমরা । দারুণ ভারসাম্য রয়েছে দলে । ওদের ক্ষমতা রয়েছে বিশ্বকাপ জিতে ফেরার ।আমি এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী। চোট সারিয়ে ফেরার ঋষভ পন্থ খেলবেন এই বিশ্বকাপে ।
সৌরভ মনে করেন, দিল্লি ক্যাপিটালস্ এই তারকার পরিণত ব্যাটিং, বাড়তি সুবিধা দেবে ভারতীয় দলকে। তিনি বলেছেন , এবারের আইপিএলে ঋষভের ব্যাটিং কিন্তু দলের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে ।ও নিজের খেলার ধরণ পরিবর্তন করেছে । পরিস্থিতি বুঝে নিজেকে প্রয়োগ করেছে। আশা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঋষভের উপস্থিতি ভারতীয় দলের পক্ষে অত্যন্ত কার্যকরী হতে চলেছে। তবে আরও এক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং প্রশ্ন তুলেছেন আইপিএলের সুচি নিয়ে। সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন অফ স্পিনার জানিয়েছেন, আইপিএলের টানা ম্যাচের জন্য বিশ্বকাপের ভারতীয় দলের পর্যাপ্ত অনুশীলনের সময় পাচ্ছে না । এটা মোটেও স্বাস্থ্যকর নয়।
হরভজন সিং বলেছেন , আইপিএলের সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে যার ফলে ভারতীয় দলের ক্রিকেটারদের পক্ষে বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি সময়ে থাকছে না । তিনি আরও বলেছেন বিশ্বকাপের আগে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে ভারতীয় দল চার পাঁচটা প্রস্তুতি ম্যাচ খেললে তাতে উপকার হত। ক্রিকেটারদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হত। তিনি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও কিছুটা সময় লাগবে। সেটা নিয়েও চিন্তা করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি । দুটি প্রস্তুতি ম্যাচও ম্যাচও যদি ভারত খেলার সুযোগ পেত তাহলে ক্রিকেটারদের পক্ষে খুব ভালো হতো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post