বুধবার আইপিএলের প্লে অফের ম্যাচ খেলতে যাচ্ছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এলিমিনেটরে ম্যাচ জিতে তাদের তাদের কোয়ালিফায়ারে প্রবেশ করতে হবে । আইপিএলের ইতিহাসে আরসিবির প্লে অফের পারফরম্যান্স কেমন? দেখে নেওয়া যাক । আইপিএলের ইতিহাসে ১৫ টি প্লে অফ ম্যাচ খেলেছে আরসিবি। এর মধ্যে ছটিতে জিতেছে আর নয়টি ম্যাচে হেরেছে।
২০০৯ সালের প্রথমবার আইপিএলের নকআউটে জায়গা করে নেয় আরসিবি ।সে বছর সেমিফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছাতে বেঙ্গালুরু দল ফাইনালে ডেকান চার্জার্স এর কাছে হেরে ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকে বিরাটের । এরপর ২০১০ সালে সেমিফাইনালে পৌঁছে আরসিবি কিন্তু এবারের মুম্বাইয়ের কাছে ৩৫ রানে হেরে ফাইনাল ওঠার স্বপ্ন অধরাই থাকে, সে বছর তৃতীয় হয়ে শেষ করেছিল আরসিবি।
২০১১ সালে আরসিবি প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ চেন্নাই সুপার কিংস এর কাছে হারে। ওর কিছু দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানস হারিয়ে ফাইনালে উঠে। তবে ফাইনালে চেন্নাইয়ের কাছে ৫৮ রানে হেরে সে বছর সন্তুষ্ট থাকতে হয় আর সি বি কে। এরপর ২০১৫ সালে বিরাট কোহলির নেতৃত্বে রাজস্থান রয়্যালসকে ৭১ রানে হারিয়ে দিয়ে কোয়ালিফাইয়ের জায়গা করে নেয়। কিন্তু সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে গিয়ে ফাইনাল ওঠার স্বপ্ন অধরা থাকে। পরের বছর ২০১৬ সাল আরসিবির কাছে এক স্বপ্নের মরসুম। পাঁচ বছর পর ফের একবার ফাইনালে উঠে আরসিবি ।
প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে গুজরাট লায়নস কে হারিয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্যাঙ্গালুরু। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৮ রানে হেরে সে বছরও খেতাব জয় স্বপ্ন ব্যর্থ হয়। চার বছর পর ২০২০ সালে আইপিএল এর প্লে অফে জায়গা করে নেয় আরসিবি। কিন্তু হায়দ্রাবাদের কাছে ৬ উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নেয় বিরাট কোহলি দল । ২০২১ সালে এলিমিনেটের ম্যাচ হারতে হয় আর সি বি কে । কলকাতা নাইট রাইডার্স এর কাছে চার উইকেটে খেলে স্বপ্ন ফের একবার বিলীন হয়ে যায় বেঙ্গালুরুর।।
Discussion about this post