ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নশিপ ফাইনালে, কখনও হারেনি রিয়াল মাদ্রিদ। তখনই বোঝা যায় লোস ব্লাঙ্কোজদর দাপট ঠিক কতটা। ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি সবচেয়ে উজ্জ্বল প্রমান । তার এখানেই চ্যালেঞ্জ অনেক, বড় ডর্টমুন্ড । এসি মিলান, পিএসজি ,নিউ ক্যাসেলের সঙ্গে গ্রুপ অফ ডেথে ছিল ডর্টমুন্ড ।গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা আর চ্যাম্পিয়ন লীগ ট্রফি হাতে তোলা আর এক নয়। তাছাড়া টিমের সবচেয়ে ধারালো ফুটবলার তো এক বছর আগেই বিদায় নিয়েছিলেন। জ্যাডন সাঞ্চোর সঙ্গে যার জুটি ভয় ধরিয়ে দিয়েছিল এমনকি ব্র্যায়ান মিউনিখেরও। সেই ধারালো ফুটবলার এখন রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা জুড বেলিং হাম । অতি উৎসাহী ইংলিশ মিডিয়ার আবার তার সঙ্গে তুলনা করা হচ্ছে জিনেদিন জিদানের। অতটা না এগিয়ে বলা যায় , মরসুমটা যেভাবে ইংলিশ এই ফুটবলার খেলেছেন তাতে তাকে ভবিষ্যতের বড় তারকা বলা আটকাচ্ছে না । গোল করিয়ে, গোল করে এবার রিয়াল মাদ্রিদের রিয়েল হিরো বেলিং হাম । ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ফেদেরিকো ,বালবের্দে লুকাস বাস্কেসদের নিয়ে কার্লো আনসেলেত্তির রিয়ালই ফেভারিট শনিবারের ওয়েম্বলিতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে ঝামেলায় জড়ানোয় তাঁকে লোনে পাঠানো হয়েছিল জার্মানিতে। ডর্টমুন্ডে তারকা বিহীন পরিবেশে নিজেকে প্রমাণ করেছেন স্যাঞ্চো। এই টিমে একই হলুদ জার্সিতে বছর তিনেক বেশ দাপটেই ছিল স্যাঞ্চো-বেলিং হাম জুটি। ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে এসে ক্রস -মাদ্রিদ -ভিনিদের মধ্যেও দারুন উজ্জ্বল বেলিংহাম । নিজের পুরনো টিমের বিরুদ্ধে তাকে আজ নামতে হবে প্রথম চ্যাম্পিয়ন্স খেতাবের জন্য। প্রথম খেতাবের জন্য স্যাঞ্চো –বেলিং হাম লড়বেন । আবার ক্যারিয়ারের শেষ ম্যাচ ট্রফি জেতার তাগিদ থাকবে টনি ক্রুসেরও। কোচ হিসাবে পাঁচ নম্বর ট্রফির লক্ষ্যে আন্সলেত্তি। সব মিলিয়ে ওয়েম্বলি আজ জমজমাট।
Discussion about this post