২৯ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন সে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআর এর মধ্যে খেলা ছিল। এই খেলার আগে রিঙ্কু সিং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাজঘরে চলে যান এবং বিরাট কোহলির কাছে একটি ব্যাট চান । লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর মতো রিঙ্কু সিংহ ও বিরাটের একজন বড় ফ্যান । সময় সুযোগ পেলেই রিঙ্কু বিরাটের থেকে পরামর্শ নিয়ে থাকেন । বিরাট কোহলি কেই তিনি তার আদর্শ বলে মনে করেন । ইডেনে ম্যাচের আগে অনুশীলনের সময় রিঙ্কু বিরাটের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সরাসরি ব্যাঙ্গালুরর ড্রেসিং রুমে চলে যান। বেঙ্গালুরু সাজঘরে গিয়ে রিংকু বিএফ এর কাছে একটি ব্যাটের জন্য আবদার করেন ।
বিরাট তাকে বলেন যে, তোমাকে তো আমি আগেও একটা ব্যাট দিয়েছি । আইপিএল চলাকালীন দুটো ব্যাট তোমাকে দিয়ে দিলে খুব অসুবিধা হবে। রিঙ্কু তখন বলেন যে সেই ব্যাটটি ভেঙে গেছে । বিরাট তাকে বলেন তোমাকে পরে ব্যাট দেব এখন দিতে পারব না । কিন্তু শেষ পর্যন্ত তিনি রিঙ্কুকে একটি ব্যাট উপহার দেন । সেই ব্যাটটি রিঙ্কু দর্শকদেরও দেখিয়েছিলেন । প্রিয় খেলোয়ারের কাছ থেকে ব্যাট পেয়ে রিঙ্কু উচ্ছসিত।।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post