শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংসের সাথে সাথে ম্যাচে কেকেআরের দল থেকে বাদ পড়তে চলেছেন এ বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক । পারফরমেন্স নয় তার বাম হাতের বুড়ো আঙুলের চোটকেই বাদ দেওয়ার কারণ হিসেবে দেখাচ্ছে কেকেআর কর্তৃপক্ষ ।
এবার আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম দিলে যে প্লেয়ার কে কে আর কর্তৃপক্ষ কিনেছিল তিনি হলেন মিচেল স্টার্ক। প্রায় ২৫ কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল কেকেআর । কেকেআর কর্তৃপক্ষ আশা করেছিল বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি । কিন্তু সাতটি ম্যাচের পর তার পারফরমেন্স খুবই খারাপ । তার মত একজন ক্রিকেটারকে বাদ দেওয়া খুব সহজ নয় । ইতিমধ্যে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন স্টার্ক । তাই শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বা দিতে চলেছে কেকেআর কর্তৃপক্ষ । স্টার্কের পরিবর্তে যে খেলোয়ারকে খেলানোর জন্য ভেবেছেন তিনি হলেন অলরাউন্ডার শেরফানে রাদারফোর্ড । এবারে নিলাম দেড় কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছেন কে কে আর কর্তৃপক্ষ ।
পাঁচ বছর আগে থেকেই আইপিএল খেললেও কি ক্যারিবিয়ান খেলোয়াড়ের পারফরমেন্স তেমন কিছু ছিল না।। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে তিনি ৭৩ রান করেছিলেন এবং একটু উইকেট পেয়েছিলেন । এরপর সানরাইজার হায়দ্রাবাদের যোগ দেন কিন্তু একটি ম্যাচে খেলার সুযোগ পাননি ২০২১ সালে। পরবর্তী বছর তিনি আর সি বি তে যোগ দিলো মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। । আজ রাদারফোর্ড কেকেআর দলে স্থান পেলে ইম্পেক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারেন চেতন সাঁকারিয়া কেকেআর কর্তৃপক্ষ । মিচেল স্টার্কের পরিবর্তে হিসেবে বাঁ-হাতি এই পেস বোলার দলে স্থান পেতে পারেন। এর আগে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুজয় শর্মা এবং রিংকু সিং খেলেছেন এ বছর। সে ক্ষেত্রে শুক্রবার কেকেআর দল হতে পারে এরকম ফিল সাল্ট ,সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার রিংকু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং , শরফিন রাদারফোর্ড, হর্ষিত রানা, বরুন চক্রবর্তী, চেতন সাকারিয়া ।
Discussion about this post