অংকের বিচারে সুযোগ থাকলেও এবারে আইপিএলের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা আরসিবির প্রায় শেষ বলা যায়। ইতিমধ্যেই সাতটি ম্যাচে হেরে সর্বশেষ স্থান দখল করে আছে । গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৫ রানে হারিয়ে সম্মানের জয় তুলে নিল বিরাটরা ।
সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের দাপটে এবার রেকর্ডের ছড়াছড়ি । এবারের আইপিএলে প্রথমে 277 তারপর 287 রান করেছে তারা । এ পর্যন্ত আইপিএলে এটাই দলের সর্বোচ্চ রানের রেকর্ড । প্রথমে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 206 এর রান করে । বিরাট এবং ডুপ্লেসি ওপেন করতে নেমে প্রথম থেকেই আক্রমণের পথ বেছে নিয়েছিলেন। বড় রান তোলার লক্ষ্যে প্রথম থেকে চালিয়ে খেলতে শুরু করে তারা । ২৫ রান করে দুপ্লেসি আউট হয়ে গেলে, জ্যাকস ব্যাট করতে নামেন । কিন্তু মাত্র ছয় রান করে জ্যাকস আউট হয়ে গেলে রজত পাতিদার নামেন। মাত্র 20 বলে 50 রানের একটি অসাধারণ ইনিংস খেলে রজত আউট হয়ে যায় এবং কহোলি 43 বলে 51 রান করে উনদকাটের বলে আউট হন । বিরাট কোহলি অর্ধশতরন করলেও তার ব্যাটিং নির্বাচকদের চিন্তায় রেখেছে।
সামনেই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। কোহলি হয়তো 3বা 4 নম্বরে ব্যাট করতে আসবেন । সেক্ষেত্রে দ্রুত রান তোলার প্রয়োজনে বিরাট কতটা ভূমিকা পালন করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে । এরপর ক্যামেরুন গ্রীন এসে চালিয়ে খেলে 37 রান করেন । 206 রানে থামতে হয় কুড়ি ওভার শেষে বেঙ্গালুরুকে । হায়দ্রাবাদের হয়ে জয়দেব উনাদকার তিনটি উইকেট লাভ করেন । 207 রানের লক্ষ্য নিয়ে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন । মাত্র এক রান করে ফর্মে থাকার ট্রাভিস হেড আউট হয়ে যান জ্যাকসের বলে । অভিষেকের সঙ্গে যোগ দেন মার্করাম । কিন্তু মাত্র সাত রান করে মার্করাম আউট হয়ে গেল যায় । এরপর ব্যাট করতে নামে এবারের আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান হেনরী ক্লাসেন । ক্লাসেন ও মাত্র সাত রান করে আউট হয়ে যান । অভিষেক শর্মা 13 বলে 30 রান করেন । শাহাবাজ ব্যাট করতে নেমে একটা দিক আগলে রাখেন । প্যাট কামিংস বেশ কয়েকটি বড় শট মেরে 31রান করে আউট হয়ে যান । শেষ পর্যন্ত সানরাইজার্স 8 উইকেটে ক্রিকেট 171 রানে পৌঁছায়। শাহবাজ 40 রান করে নট আউট থাকে । পরপর হারের পর জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । স্বপ্নীল সিং, ক্যামরন গ্রীন এবং কর্ণ শর্মা 2টি করে উইকেট পায় । একদিনের জয়ের পর পাঞ্জাব কিংসের সঙ্গে চার পয়েন্টে সমান সমান অবস্থায় রইল বেঙ্গালুরু । এখন দেখা যাক এই জয় তাদের নতুন করে উদ্বুদ্ধ করতে পারে কিনা ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post