রোহিত শর্মা ভারতের একজন জনপ্রিয়তম ক্রিকেটার । হিটম্যানের ব্যাটিং উপভোগ করেননি এমন ভারতীয়র সংখ্যা খুব কম আছে । মুম্বাই ইন্ডিয়ান দলের ক্যাপ্টেনশিপ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর দেশ জুড়ে মানুষের প্রতিক্রিয়া দেখে তার জনপ্রিয়তা বোঝা যায় । বোঝা যায় তাকে কতটা ভালোবাসে বোম্বাইয়ের লোকেরা এবং সমস্ত ভারতের মানুষ। একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি সাতটি সেঞ্চুরি এবং সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার । আজ জন্মদিন রোহিত শর্মার। নিউজ বর্তমানে পক্ষ থেকে আমরা তার জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং আগামী বিশ্বকাপে আর সাফল্য কামনা করি।
ভারতের জনপ্রিয়তম এই ক্রিকেটারের প্রথম জীবন কিন্তু কুসুম কোমল ছিল না। অনেক লড়াই করে তাকে কি অবস্থায় আসতে হয়েছে। একজন সাধারণ প্রাইভেট অফিসের কেয়ারটেকারের ছেলে হয়ে খুব সাধারণভাবে জীবন শুরু করেছিলেন রোহিত । ১৯৮৭ সালে আজকের দিনে নাগপুরে জন্মেছিলেন রোহিত শর্মা। আর একটা ভাইও ছিল। একটি ছোট এক কামরার ঘরে তারা চারজন খুব কষ্টে বাস করতেন। একটু বড় হওয়ার পর তার বাবা তাদের দুই ভাইকে মুম্বাইয়ে তার দাদুর কাছে রেখে আসেন। সেখানেই একটি সরকারি স্কুলে পড়াশোনা শুরু করেন। মুম্বাইতে প্রচুর ক্রিকেট খেলা হয়। তাই স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে ক্রিকেট নিয়ে মেতে উঠছেন রোহিত এবং তার ভাই। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতেই রোগীদের ক্রিকেট প্রতি ভালবাসা জন্মায়। জানলে অবাক হতে হয় যে রোহিত কিন্তু খেলা শুরু করেছিলেন একজন স্পিনার হিসেবে । আইপিএলে একটি ম্যাচে তার হ্যাটট্রিকও আছে। অবশ্য তখন তিনি মুম্বাই হয়ে খেলতেন না । একদিন রোহিতের কাকা তাকে ক্রিকেট খেলতে দেখেন এবং দেখেন যে সকলেই রোহিতের খেলা উপভোগ করছে। তাই দেখে তিনি এবং তার কয়েকজন বন্ধু মিলে টাকা যোগাড় করে তাকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন । ওখানে খেলতে খেলতেই তিনি একদিন চোখে পড়েন বিখ্যাত ক্রিকেট কোচ দীনেশ লাডের । দীনেশ বাবু রোহিতের হাতের জোর দেখে তার হাতে ব্যাট তুলে দেন এবং তাকে একজন ওপেনার হিসেবে গড়ে তুলতে শুরু করেন। স্কলারশিপের ব্যবস্থা করেন এবং একজন ছেলের মত তাকে গড়ে তুলতে থাকেন।
রোহিত পরে স্বীকার করেন যে দীনেশ স্যার না থাকলে ভারত আজ পেত না হিটম্যান রোহিত শর্মাকে । ২১ বছর বয়সে রোহিত আইপিএল খেলার সুযোগ পান ডেকান চার্জার্সের হয়ে ২০০৮ সালে। আর এখন রোহিত শর্মা ,মাহিন্দ্রার সিং ধোনির সঙ্গে সবচেয়ে সফল ক্যাপ্টেন আইপিএলে । মুম্বাই তাকে ক্যাপ্টেনশিপ থেকে বাদ দিলেও ভারতীয় দলের হয়ে তিনি ক্যাপ্টেনশিপ করতে যাচ্ছেন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে । একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি ২৬৪ রান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার । আমরা চাই রোহিত সফল হন বিশ্বকাপ ক্রিকেটে, ভারত জয় করুক বিশ্বকাপ। জন্মদিনে ভালো থাকুন ক্যাপ্টেন শর্মা।।
কানপুরে আড়াই দিনের বাংলাদেশকে বিপর্যস্ত করে জয়লাভ করে ভারত। বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আর ব্যাটাররা আগ্রাসী ব্যাটিংয়ে জয় নিশ্চিত...
Read more
Discussion about this post