সালের মে মাসে করোনা লকডাউন চলাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাতাশা এবং হার্দিক। এরপর ওই বছরই তাদের জীবনে আসে সন্তান অগ্যস্ত । বেশ কিছু সময় ধরেই ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া এবং অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদ নিয়ে উত্তাল সংবাদ মাধ্যম ।যদিও এখনো পর্যন্ত এই তারকা জুটির তরফ থেকে কোনরকম বিবৃতি আসেনি । সম্প্রতি নাতাশা তার ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি পোস্ট করেছে সমাজ মাধ্যমে। তবে সম্প্রতি নেটিজেনরা লক্ষ্য করেন নিজের নামের পাশ থেকে পান্ডিয়া পদবী সরিয়ে দিয়েছেন নাতাশা। সোশ্যাল মিডিয়া সাইড ক্রেডিট এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয় যে একে অপরের কোন পোস্ট করছেন না ।এই তারকা দুটিকে একসঙ্গে আইপিএল ২০২৪ এ দেখা জায়নি । ফলে জল্পনা বাড়তে থাকে। তারপর আবার নামের পাশে থেকে পান্ডিয়া পদবী সরিয়ে দিয়েছেন অভিনেত্রী। এখানেই শেষ নয় গত চার মে ছিল নাতাশার জন্মদিন।
কোন পোস্ট দেখা যায়নি হার্দিকের তরফ থেকে। এরপর হার্দিকের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছিলেন অভিনেত্রী শুধু একটাই ছবি রয়ে গিয়েছিল সেটা তাদের সঙ্গে সন্তান। এখানেই শেষ নয়, আই পি এল নিয়ে কোন পোস্টে ছিলনা নাতাশা। তবে তুলনায় কুনাল পান্ডিয়া এবং তার স্ত্রীকে নাতাশার পোস্টে মন্তব্য করতে দেখা যায়। এর থেকে ধারণা করা যায় যে নাতাশা এবং হার্দিকের সম্পর্ক সবকিছু ঠিকঠাক নেই। এর আগে অবশ্য প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তাই ৬ মাস ধরে হার দাম্পত্য জীবনে রয়েছে অশান্তি সেই কারণে তারা বিচ্ছেদের পথে এগোচ্ছেন। যদিও এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা অনুমানের ভিত্তিতে অতিরঞ্জিত করা হয়েছে। আবার এটা যে কোন পিয়ার ক্যাম্পেইন সেটাও মিথ্যা যদিও এই দাবি সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।।
Discussion about this post