প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করাটা যেকোন টিমের কাছে বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ।দুবাইয়ে এই মুহূর্তে প্রচন্ড গরম। শুরুতে নতুন বলে কেস বোলাররা সিম মুভমেন্ট ও বাউন্স পেয়ে থাকেন।কিন্তু তারপরে উইকেট ব্যাটিং সহায়ক হয়ে যায়। স্পিনাররা টার্ন পেলেও সেটা খুব বড় কিছু হয় না ।ফলে রাতের ম্যাচে যে কোন টিম টস জিতলে পরে ব্যাট করতে চায়। কারণ রান তাড়া করা সহজ হয় ।ভারত এই ম্যাচে ব্যাটিংয়ে বেশি জোর দিচ্ছে। দুই ওপেনার স্মৃতি ও শেফালীর পরে তিনে হরমনপ্রীত বা ইয়াস্তিকা ভাটিয়া নামতে পারেন। এরপরে থাকছ জেমাইমা, রিচা, দীপ্তি । দুই পেসার হিসেবে পূজা বস্ত্রেকার ও রেনুকা সিং ঠাকুর আর দুই স্পিনার রাধা যাদব ও শ্রেয়াঙ্কা পাতিল। সে ক্ষেত্রে পঞ্চম বোলারের কাজটা করবে বাংলার দীপ্তি শর্মা। ভালো ব্যাটিংয়ে ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। ফিনিশার হিসেবে টিমের অন্যতম ভরসা বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। সঙ্গে বিগ হিট মারতে পারেন পূজা বস্ত্রকরও ।এ ছাড়া টপ অর্ডারে শেফালী ছাড়াও আক্রমাত্মক ব্যাট জেমাইমা । অন্যদিকে কিউই টিম অনেকটাই ব্যাটিংয়ে সুজি বেটস ,জর্জিয়া প্রিমার ও ক্যাপ্টেন সোফি ডিভাইানের উপর নির্ভরশীল। অলরাউন্ডার হিসেবে থাকছে অভিজ্ঞ অ্যামেলি কের। বোলিং বিভাগে থাকবেন ম্যারি গ্রীন লে কাস্পারেক ও হানা রো। এই বিশ্বকাপের আগে অন্যতম ফেভারিট ইংল্যান্ড অস্ট্রেলিয়া কে চলতি বছরে হারিয়েছে ভারত। তবে এশিয়া কাপের ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার কাছে ।কোচ অমল মজুমদার দায়িত্ব নেওয়ার পরে ভারতীয় টিমে এসেছে পেশাদারী মনোবিদ। ফিল্ডিং অনেক বেশি জোর দেয়া হয়েছে ।অতীতে বেশ কয়েকবার বিশ্বকাপের নক আউটে উঠে হেরে গিয়েছে ভারত। এবার হরমনপ্রীতদের সামনে স্ক্রিপ্ট বদলে দেওয়ার সুযোগ।
আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে...
Read more
Discussion about this post