২০১৯ সালে আইপিএলের রাজস্থান রয়্যালস জয়দেব উনাদকাট কে কিনেছিল৮.৪কোটি টাকায় ।ভারতীয়দের মধ্যে সে বছর তিনি ছিলেন সবচেয়ে দামি তারকা। জয়দেব এ বছর দল পেয়েছেন ঠিকই। কিন্তু ১ কোটির বিনিময়ে আসন্ন আইপিএলে খেলতে হবে তাঁকে। তা সত্ত্বেও আইপিএলে উনাদকাট যে রেকর্ড করলেন তা আর কোন তারকার ঝুলিতে নেই। এক কোটি টাকায় তাকে কিনেছে পাঞ্জাব কিংস ।অর্থাৎ মহাম্মদ শামির সঙ্গে আর এক পেসার হিসেবে দেখা যাবে উনাদকাটকে। আর তিনি বিক্রি হতে ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। কি সেই রেকর্ড ?এই নিয়ে ১৩ বার আইপিএল এর নিলাম থেকে কেনা হল উনাদকাটকে। এতবার কোন তারকা নিলামে বিক্রি হননি। সর্বোচ্চ সাতবার কেনা হয়েছে কোন ক্রিকেটার কে। আইপিএলে ইতিমধ্যে বেশ কয়েকটি দলের জার্সিতে খেলেছেন ওনাদকাট। কলকাতার নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লী ডেয়ারডেভিলস, রাইজিং রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লাখনৌ সুপার জায়েন্টসের হয়ে খেলেছেন। গত বছরও হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবার ফ্রাঞ্চাইজির ভরসা কতটা রাখতে পারেন সেটাই দেখার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post