পয়লা বৈশাখে ছিল একটি ম্যাচ তারপর আজ আবার ৩রা বৈশাখ আবার কেকেআর মুখোমুখি হচ্ছে ইডেনে । বিপক্ষ দল রাজস্থান রয়েলস। যারা এই মুহূর্তে লীগ টেবিলের শীর্ষে রয়েছে। এক কথায় বলা যায় এক নম্বরের সাথে দুই নম্বরের লড়াই। লিগ টেবিল দু নম্বর স্থানে রয়েছে কেকেআর। আগের ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কেকেআর একদিনের ব্যবধানে আবার এক নম্বরের সাথে খেলা । কেমন হবে কেকেআর টিম ,কে খেলবে কে বাদ যাবে? রাজস্থানের ব্যাটিং কিন্তু যথেষ্ট শক্তিশালী, ওপেনার যশোস্বী আর বাটলার তারপরে সঞ্জু, রিয়ান পরাগ, হেটমেয়ার রা আছেন । কেমন হতে পারে নাইটদের টিম? ইন্টার গৌতম গম্ভীর নারিনকে দিয়েই ওপেন করাবেন বলে স্থির করেছেন । আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছিল সল্ট । কাজেই ওপেনিং দুটি ফলটা নারিন থাকবে ধরে নেওয়া যায় । এরপর একে একে আসবেন অঙ্গকৃষ্ণ, ভেঙ্কটেশ আইয়ার, রাসেল, রিংকু সিংরা । দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালসের রিয়ার পরাগ , সঞ্জু স্যামসঙ্গরা । তাদের আটকাতে গেলে ভালো বোলিং করতেই হবে। আগের ম্যাচে দুরন্ত ফর্মে ছিল মিচেল স্টার্ক, নারিন এবং রাসেল । এত দলে থাকবেনই এছাড়া বরুন চক্রবর্তী র উপরে ভরসা করে আছেন নাইট টিম ম্যানেজমেন্ট । আগের ম্যাচেই রাজস্থান রয়েলসের জর্জ বাটলার এবং আর অশ্বিন খেলেননি, আশা করা যায় দুজনেই আজ খেলবেন। আজকের ম্যাচটি একটি আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে । গতকাল সাংবাদিক বৈঠকে এসে আরিয়ান পরাগ জানিয়েছেন আইপিএলের যেটা নিয়ে তারা ভাবছেন না, বরং নাইটদের কিভাবে হারানো যায় সেটাই তাদের লক্ষ্য। প্রত্যেকটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ কোন দল ছোট বা কোন দল বড় নয়। তিনি আরো বলেন শেষ ছয় বছর রাজস্থানের সঙ্গে রয়েছি, ভালো ক্রিকেট উপহার দেওয়ার লক্ষ্যই আমরা এগিয়ে চলেছি। এ পর্যন্ত আইপিএলে ২৮৪ রান করে রাজস্থানের সর্বোচ্চ তালিকা রয়েছেন রিয়ান পরাগ। এছাড়া ২৬৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানে রয়েছেন সঞ্জু স্যামসন । রাজস্থান রয়েলসের বোলিং সাইটে যথেষ্ট শক্তিশালী। নতুন বলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ট্রেন্ড বোল্ট , আর স্পিন বিভাগে চাহল , আর অশ্বিন রয়েছেন । পিচ কেমন থাকে তার ওপরে নির্ভর করেই দল নির্বাচন করা হয়। আজ কোন পিচে খেলা হবে তা জানার পরেই দু দল নির্বাচন করবে। কেকেআর আরো একজন পেশারকে খেলাবে না পিনার কি খেলাবে তার নির্ভর করবে মেন্টর গৌতম গম্ভীর এর উপরে। তবে একটা যে জমজমাট ম্যাচ আমরা দেখতে চলেছি সে ব্যাপারে কোন সন্দেহ নেই ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post