বিরাট কোহলি প্রথম বছর থেকেই আইপিএলে খেলছেন কিন্তু তার ভাগ্যে আইপিএল ট্রফি জুটেনি এখনও। প্রত্যেক বছরই অনেক আশা করে শুরু করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা মূল পর্বেই পৌঁছাতে পারেনি । প্রথম বছর থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছে বিরাট কোহলি, সঙ্গে পেয়েছি অনেক বড় বড় খেলোয়াড় প্লিজ গেইল ম্যাক্সওয়েল ডুপ্লেসি এ বি ডেভিলিয়ার্স এছাড়া অনেক মহা তারকারা খেলেছেন । ব্যাঙ্গালোরে কিন্তু কোনদিন তারা ট্রফির ধারে কাছে পৌঁছাতে পারেন নি। পরো কি একই অবস্থা হবে? এবছর আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাত্রী ম্যাচ খেলেছে, জিতেছে শুধুমাত্র একটি ম্যাচে মোট পয়েন্ট দুই রান রেট – 1.185 । ১০ দলের আইপিএলে সর্বশেষ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার জন্য দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি, তার বদলে এফিডেভিলিয়ার্স এ ক্যাপ্টেন করা হয়। কিন্তু তাতেও কোন লাভ হয়নি এবি ডিভিলিয়ার্সের ক্যাপ্টেন শিপে ও ভাগ্যের চাকা ঘুরে নিন রয়েল চ্যালেঞ্জার্সের । ব্যর্থতাই তাদের একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে । এ বছর ক্যাপ্টেন করা হয় ডুপ্লেসিকে । কিন্তু একটি মাত্র ম্যাচ যেটা ছাড়া আর কিছুই করতে পারেনি এই অধিনায়কের নেতৃত্বে। বিরাট কোহলি, ডুপ্লেসি জ্যাকস, রজত পাতিদার, সৌরভ একের পর এক সব ব্যর্থ হওয়ায় সর্বশেষ স্থানের অবস্থান করছে রয়েল চ্যালেঞ্জার্স । আর যে কথা না বললেই নয় সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলিং বিভাগ । তাদের বোলিং বিভাগ নিয়ে প্রথম থেকেই একটা আশঙ্কা রয়ে গেছে।। কোন বোলারই ধারাবাহিকভাবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ভরসা দিতে পারেনি । আগেও নয় এখনো নয়। এবছর উইল জ্যাকস, রিস টপলি , লাকি ফার্গুসন বিজয় কুমার বৈশাখ মহিপাল। পুরো বোলারী তাদের ফর্ম দেখাতে পারেনি । সে কারণেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাতটার মধ্যে ছটা ম্যাচে হেরে সবার শেষে রয়েছে এবং শেষপর্যন্ত মূল পর্বে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন চিহ্ন রয়েছে । বিরাটের মনে হয় শেষ পর্যন্ত আইপিএলের ট্রপিক পাওয়া হলো না ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post