আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তার হাতে শুধুই অবসর। কারণ তিনি এখন খেলার সঙ্গে যুক্ত বলতে আইপিএল। কোথাও কোন কোচিং বা অন্য কোন কিছুর সঙ্গে যুক্ত আছেন বলে শোনা যায়নি।
বাকি সময়েও তিনি খুব একটা ক্রিকেটের সঙ্গে থাকেন না । তা হলে আইপিএল বাদ দিয়ে জীবনের বাকি ১০ মাস কিভাবে উপভোগ করেন ধোনি। ধোনি জানিয়েচেন তার বেশীর ভাগ সময় কাটে ঘুরে বেড়িয়ে।এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে তার ঘোরার প্রিয় জায়গাগুলি। কোথায় ঘুরতে গিয়ে বেশী আনন্দ পান নিজেই সে কথা জানিয়েছেন তারও তিন কারণ দেখিয়ে খোলসা করেছেন তাঁর প্রিয় ঘোরার জায়গাগুলি।
ধোনি জানিয়েছেন, আমেরিকায় ঘুরতে যেতে ভালবাসেন তিনি। এবং সবচেয়ে প্রিয় জায়গা নিউ জার্সি। সেখানে যাওয়ার কারণ হিসাবে গল্ফ, খাবার এবং বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন তিনি।
ধোনি জানিয়েছেন, নিউ জার্সিতে তাঁর এক বন্ধুর বাড়ি আছে আর বন্ধুর বাড়ি থেকে অল্প দুরেই গল্ফ মাঠ। সেখানে গিয়ে তিনি গল্ফ খেলেন এবং ভাল ভাল খাবার খান। পাশাপাশি বন্ধুর আতিথেওতা উপভোগ করেন।
সিএসকে-র একটি অনুষ্ঠানে হাজির হয়ে ধোনি বলেছেন, “ওখানে গেলে খুব একটা অন্য কাজ করি না। স্রেফ গল্ফ খেলি। ওখানে আমার বন্ধুর বাড়ি রয়েছে। সেখান থেকে আড়াই মিনিট দূরে গল্ফ কোর্স রয়েছে।”
সঞ্চালক তাঁকে মজা করে জিজ্ঞাসা করেন, সেই বন্ধুটি কে? ধোনিও হাসতে হাসতে জবাব দেন, “ও তো আমার বন্ধু। খুব বেশি মানুষ ওর কথা জানে না।”
আমেরিকায় গিয়ে ঠিক কী করেন সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন ধোনি। বলেছেন, “প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে গল্ফ খেলি। তার পর বসে খাওয়াদাওয়া করি। পরের দিন আবারও একই কাজ। কিছু না করে স্রেফ গল্ফ খেলি এবং খাওয়াদাওয়া করি। এ ভাবেই কেটে যায় ১৫-২০ দিন।”
ধোনির আরও সংযোজন, “ওখানে একটা ক্লাবে সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় আমি খেলি। তার পর দেশে ফিরে আসি।” ধোনির কথায় ওই ১৫-২০ দিন তার খুব প্রিয় সময়। কিছু না করে স্রেফ গল্ফ খেলে আর খাওয়াদাওয়া করে সময় কেটে যায়।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post