এই বছর আই লীগ শীল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান । পেয়েছে আগামী বছর এফসি কাপ খেলার সুযোগ। যদিও আই লিগের নক আউট পর্যায়ের খেলায় দুদফার সেমিফাইনালের প্রথম দফায় উড়িষ্যার কাছে দুই এক গোলে পরাজিত হয়েছে । দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এতো গেল মাঠের মধ্যের কথা, মাঠের বাইরে মোহনবাগান কর্মকর্তারা বসে নেই । ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগামী বছরের মোহনবাগান টিম নিয়ে।
মাঠের ভিতরের পাশাপাশি মাঠের বাইরে মোহনবাগান ক্লাবের গতিবিধি কি তা নিয়ে সমর্থকদের কৌতূহল যথেষ্ট। কেমন হতে চলেছে আগামী বছরের ফুটবল দল? গত বছর আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়ে এফসি কাপে খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান। খুব ভালো শুরু করলেও বেশি দূর এগোতে পারেনি মোহনবাগান। পর পর হেরে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। এএফসি প্রতিযোগিতার কথা মাথায় রেখে বড় বাজেটের দল গঠন করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা । জেসন কামিন্স, আরমান্দো সাদিকু, শাহাল আব্দুল সামাদ, আনোয়ার আলী , অনিরুদ্ধ থাপা, আশিষ কুরিয়ানদের সই করানো হয়েছিল । কিন্তু এফসি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় মোহনবাগান সমর্থকদের আশা ভঙ্গ হয়েছিল । এবার আইপিএলের লিগ শীল্ড জয় করায় তাই নতুন করে আশার সঞ্চার হয়েছে মোহনবাগান সমর্থকদের। মোহনবাগান যদি আইএসএল ট্রফি জিততে পারে তবে এ বছর তিনটে ট্রফি জেতা হবে। ট্রফি জেতার লক্ষ্য নিয়েই বড় বাজেটের টীম করা হয়েছিল । এক মরসুমে তিনটে ট্রফি জেতা বিশ্বের যে কোন ফুটবল দলের পক্ষেই বড় সাফল্য । তিন নম্বর ট্রফি আসবে কিনা জানা নেই তবে আগামী বছর মোহনবাগান আরও বড় বাজেটের দল করতে চলেছে। বর্তমানে মোহনবাগান টিমের অধিকাংশ খেলায়াড়কে রেখে বেছে নেওয়া হবে ভালো মানের ফুটবলারদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post