২০০৮ সালে প্রথম সংস্করণ থেকেই আইপিএলের জনপ্রিয়তার পেছনে দর্শকদের একটা বড় ভূমিকা রয়েছে । সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খেলোয়াড়রা তাদের ফ্যানদের সাথে সরাসরি যোগাযোগ, সমর্থন এবং নিয়মিত স্ক্রিন দেখার ফলে যেমন খেলোয়াড়দের জনপ্রিয়তা বাড়ছে একই সঙ্গে দলের সমর্থনও বাড়ছে । facebook twitter এবং instagram জুড়ে সবচেয়ে বেশি অনুসরণ করা ipl দলগুলি হল এই রকম । ফেসবুকে সবচেয়ে বেশি ফলোয়ার্স কলকাতার নাইট রাইডার্স এর, ১৭ মিলিয়ন ফলোয়ার্স। তারপরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফলোয়ারের সংখ্যা ১৪ মিলিয়ন। চেন্নাই সুপার কিংস এর ফলোয়ার ১৪ মিলিয়ন। পাঞ্জাব কিংস ইলেভেনের ৮.৯মিলিয়ন ফলোয়ার, দিল্লি ক্যাপিটালস এর ৮ পয়েন্ট ৭ মিলিয়ন। এক্স হ্যান্ডেল যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস টুইটার অনুসরণকারীদের তালিকায় শীর্ষ রয়েছে এরপরে রয়েছে বেঙ্গালুরু ,কলকাতা নাইট রাইডার্স ,সানরাইজার্স হায়দ্রাবাদ ,পাঞ্জাব কিংস, রাজস্থান ও গুজরাট । ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে প্রথম চারটি দল হল চেন্নাই সুপার কিংস , রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ,মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স । মাঠে গিয়ে খেলা দেখা সমর্থকদের মধ্যে এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি কলকাতা নাইট রাইডার্স । ভারতবর্ষের ক্রিকেটে সবচেয়ে বড় অবদান মুম্বাইয়ের। কলকাতা কে ফুটবলের মক্কা বলা হলে মুম্বাই হল ক্রিকেটের মক্কা । কিন্তু আইপিএলের দর্শক সংখ্যার বিচারে ইডেন গার্ডেন্সে যত মানুষ খেলা দেখতে আসেন তত মানুষ ওয়াংখেড়ে স্টেডিয়ামে জড়ো হন না । পাঞ্জাব কিংস ইলেভেন এবং কেকেআরের ম্যাচে তেমন বড় তারকা না থাকলেও মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। একুশে এপ্রিল প্রচন্ড রোদ্রের মধ্যে দুপুরবেলায় ইডেনের মাঠে খেলা ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সঙ্গে । ওই প্রচন্ড উত্তাপ এর মধ্যেও ইডেনের মাঠ কিন্তু ছিল কানায় কানায় পূর্ণ । কলকাতা নাইট রাইডার্স ছাড়া চেন্নাই সুপার কিংস , মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর মাঠেও প্রচুর দর্শক হয় । অন্যান্য মাঠেও দর্শকদের সংখ্যা নজর কাড়ার মত। দর্শকদের কথা মাথায় রেখেই আইপিএল এর নিয়ম কানুন ঠিক করা হয়েছে । দর্শকরা যাতে আনন্দ পান সেই রকম ভাবেই বিনোদনের ব্যবস্থা করা হয়েছে মাঠে। তাই সমর্থকরাই আইপিএলের প্রধান চরিত্রে পরিণত হয়েছে।
পাঁচ বছর ধরে দিল্লি ক্যাপিটেলসের কোচ ছিলেন। এবার আইপিএলের নতুন ইনিংস শুরু করলেন রিকি পন্টিং। বুধবার তিনি হেড কোচ হিসেবে...
Read more
Discussion about this post