সন্দেশখালি কাণ্ডে রাজসাক্ষী হতে চলেছে শাহজাহানের ভাই আলমগীর? এখন শেখ শাহজাহানের ভাই আলমগীরই মূল ভরসা সিবিআইয়ের? আলমগীরের দেওয়া তথ্য অনুযায়ীই নাকি শুক্রবার সন্দেশখালিতে হানা দিয়েছিল সিবিআই। পরে বিকেলের দিকে সেখানে যায় NSG। ঘণ্টার পর ঘণ্টা টানা তল্লাশিতে মেলে অস্ত্রভাণ্ডারের হদিশ। সূত্রের খবর, সন্দেশখালি কাণ্ডে রাজসাক্ষী হতে চান আলমগীর। আর সে কারণেই নাকি সিবিআইকে নানা তথ্য দিচ্ছেন তিনি। উল্লেখ্য, গত ৫ই জানুয়ারি সন্দেশখালি তে শেখ শাহজানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। শেখ শাহজাহান ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। স্থানীয়দের দাবি, তাঁর নির্দেশ মতোই চলত গোটা এলাকা। স্রেফ ক্ষমতাবলে জমি, ভেড়ি দখল করত শাহজাহান। মাছের ব্যবসার আড়ালে চলতো দুর্নীতি। জোর করে স্থানীয়দের থেকে চাষের জমি ছিনিয়ে নিয়ে তাতে নোনা জল ঢুকিয়ে ভেড়িতে পরিণত করা হতো। আর এই সবকিছুর পেছনে আর এই সবকিছুর আর এই সবকিছুর পেছনে রয়েছে আর এই সবকিছু নেপথ্যে থেকে ছিল শেখ শাহজাহান। এমনকী তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। বর্তমানে সেই শেখ শাহজাহান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। কেন্দ্রীয় তদন্তকারীদের হেফাজতে রয়েছে শাহজাহানের কিছু অনুগামী এবং তার ভাই আলেমগীর। সূত্রের খবর, শাহজাহানের সঙ্গে নাকি ক্ষমতা দখলের লড়াই চলত ভাই আলমগীরেরও। কিন্তু আলমগীরও বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে থাকায় ফাঁকা পড়ে রয়েছে সন্দেশখালি সাম্রাজ্য। তাই কেন্দ্রীয় সংস্থার হাত থেকে ছাড়া পেয়ে এলাকা দখল করতে চান তিনি। সূত্রের খবর, সে কারণেই সন্দেশখালি কাণ্ডে রাজসাক্ষী হতে চান শাহজাহানের ভাই। তাই সিবিআইকে সমস্ত তথ্যের জোগান দিচ্ছেন তিনি।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post