নতুন কৃতিত্ব গোল্ডেন রোহিত শর্মা । আইপিএলের ২৫০ টি ম্যাচ খেলার গৌরব লাভ করলেন রোহিত । একমাত্র মাহেন্দ্র সিং ধোনি তার থেকে বেশি ম্যাচ খেলেছেন । রোহিত এখন মুম্বাই দলের ক্যাপ্টেন নন । একজন ব্যাটার হিসেবেই তিনি খেলছেন । একই সঙ্গে ৬৫০০ রান অতিক্রম করার কৃতিত্ব অর্জন করলেন তিনি । আইপিএলে দু দুইটি রেকর্ড গড়লেন রোহিত শর্মা একই দিনে । বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ইলেভেনের সঙ্গে খেলে তিনি আইপিএলের ২৫০ টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন। একই সঙ্গে তিনি আইপিএলের ৬৫০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন। আইপিএলের সবচেয়ে বেশি ম্যাচ খেলা কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির । তিনি এপর্যন্ত 256 টি ম্যাচে অংশগ্রহণ করেছেন । ম্যাচ খেলার দিক থেকে রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন । এই মুহূর্তে রোহিতের পরে রয়েছে দীনেশ কার্তিক যিনি এই মুহূর্তে 249 টি ম্যাচ খেলে ফেলেছেন । রবিবারই ইডেনে কেকেআরের বিরুদ্ধে দীনেশ কার্তিক তার ২৫০ তম ম্যাচটি খেলতে চলেছেন । রোহিত শর্মা ভারতীয় টেস্ট দলে পরে সুযোগ পেয়েছেন ।প্রথমে তিনি একদিনের ম্যাচে এবং টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করতেন । একদিনের ম্যাচে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে তার । একটি ম্যাচে তার করা ২৬৪ রান ই একদিনের ম্যাচে সর্বোচ্চ রান । বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ইলেভেনের বিরুদ্ধে তিনি 6500 রান অতিক্রম করলেন আইপিএলে । মোট রানের ভিত্তিতে তিনি রয়েছেন চতুর্থ স্থানে । সবার উপরে রয়েছেন বিরাট কোহলি তিনি 222 টা ম্যাচ খেলে 6769 রান করেছেন । এরপরে রয়েছেন শেখর ধাওয়ান। তিনি 244 টি ম্যাচ খেলে 7624 রান করেছেন। এরপর তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার । তিনি 182টা ম্যাচে 6563 রান করেছেন । সর্বোচ্চ রানের দিক থেকে রোহিত শর্মা রয়েছে চতুর্থ স্থানে ।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post