গতকাল ইডেনে মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস, যে দলের মেন্টর প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী । ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয় তখন সৌরভ ছিলেন কেকেআরের অধিনায়ক। প্রথম দু’বছর অধিনায়ক থাকার পর কোচ জন বুকাননের সঙ্গে মানসিক সমস্যা হয় এবং তিনি কেকেআর ছেড়ে চলে যান ।
2012 সালে পুনে ওয়ারিয়ার্স এর হয়ে সৌরভ কলকাতায় খেলতে এলে শাহরুখের সাথে তার সৌজন্য বিনিময় হয়েছিল । এবার খেলার আগের দিন দুজনে মাঠে আসলে পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়নি। গতকাল খেলার শেষে শাহরুখ জড়িয়ে ধরেন সৌরভকে ,উত্তাল হয়ে ওঠে গ্যালারি । গতকাল ইডেন উদ্যানে কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস এর খেলায় দিল্লিকে হারিয়ে সহজ জয় পায় কে কে আর । এবছর আইপিএলে ২৯ বার ২০০র বেশি রান হয়েছে । আড়াইশোর বেশি রান হয়েছে আটবার ।
আগের একটি ম্যাচে কেকেআর ২৬১ রান করেও পরাজিত হয়েছিল পাঞ্জাবের কাছে। সেই ম্যাচে ৪২ টি ওভার বাউন্ডারি হয়েছিল । তাই সকলেই আশা করেছিলেন যে চার ছয় এর বন্যা দেখতে পাবেন এই ম্যাচে । কিন্তু গতকাল খেলা হয় অন্য পিচে । এখানে বল পড়ে সহজেই ব্যাটে আসছিল না । এই পিচে যেমন সুইং ছিল তেমনি টার্নও ছিল । প্রথমে ব্যাট করে কেকেআর এর বিরুদ্ধে মাত্র ১৫৩ রান তোলে দিল্লি ক্যাপিট্যালস । সেই রান সহজেই তুলে দেয় কেকেআর এবং ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় । কালকের ম্যাচে দু দল মিলিয়ে মাত্র বারোটি ওভার বাউন্ডারি হয়েছে । দর্শকরা খেলা চলাকালীন খুব বেশি আনন্দ করতে পারেনি । খেলা শেষে গ্যালারি উত্তাল হয়ে উঠলো সৌরভ ও শাহরুখ খানের আলিঙ্গনে ।
সৌরভ মাঠে আসতেই দাদা দাদা করে চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে দর্শকরা। পিচদেখতে আসেন সৌরভ, পন্টিং এবং ঋষভ পান্থ । তখন দর্শকরা এত জোরে চিৎকার করছিলেন যে পন্টিং সৌরভ এবং ঋষভ কে নিয়ে পিচের কাছাকাছি চলে আসেন । সৌরভ যে এখনও জনতার চোখের মনি তার দর্শকদের আচরণ থেকে বোঝা যায়। অবশেষে খেলা শেষ হওয়ার পর সৌরভ মাঠে যান এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । তখন বেঙ্কটেশা আয়ার তার কাছে কিছু পরামর্শ চাইলে সৌরভকে পরামর্শ দিতে শুরু করেন তাই দেখে শাহরুখ খান পেছন থেকে এসে সৌরভকে জড়িয়ে ধরেন । শাহরুখ সঙ্গে তার ছেলে আব্রামকে নিয়ে এসেছিলেন ।
সৌরভের সঙ্গে তিনি ছেলেকে পরিচিত করুন এবং বলেন এই হচ্ছেন ভারতের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার যিনি কেকেআরের প্রথম অধিনায়ক। তখন আব্রামকে সৌরভ আদর করলে গ্যালারি দর্শকরা চিৎকার করে তাদের স্বাগত জানান। খেলা শেষে এই দৃশ্য দেখার জন্য তখনো দশ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিল। শাহরুখ তখন সৌরভকে বলেন আজ তোমাদের ভাগ্য সঙ্গে ছিলো না কিন্তু তোমার টিম যথেষ্ট ভালো খেলছে । উত্তরে সৌরভ জানান ভালো খেলছে তো তোমাদের দল এবং তোমাদের যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে ।
Discussion about this post