আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এই খেলা । ৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। সম্প্রতি দল গঠন নিয়ে অজিত আগারকার এবং রোহিত শর্মার মধ্যে বৈঠক হয় এবং সেখানে সম্ভাব্য দল নিয়ে আলোচনা হয়।
আইসিসি নিয়ম অনুযায়ী পয়লা মে র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জনের দল ঘোষণা করতে হবে । যদি কারোর চোট আঘাত জনিত সমস্যা থেকে থাকে তাহলে পরিবর্তন করতে হয় তবে তা করতে হবে ২৫ শে মে মধ্যে । আইসিসির ডেডলাইন অনুযায়ী শেষ দিন অর্থাৎ পয়লা মে ভারতীয় দল ঘোষণা করতে চলেছে ভারতীয় বোর্ড । ইতিমধ্যেই নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। কেন উইলিয়ামসের নেতৃত্বে টি-টোয়েন্টি খেলতে আসছে নিউজিল্যান্ড । আইপিএল তারকা ট্রেন্ড বোল্ট ও আছেন এই দলে । মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এর ম্যাচের আগে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন বিসিসিআই প্রধান অজিত আগারকার । সেখানে তিনি অধিনায়ক রোহিত শর্মার সাথে বৈঠক করেছেন বলে জানা যায় । তবে চূড়ান্ত দল নির্বাচন করতে গিয়ে তাদের রীতিমতো ভাবনা চিন্তা করতে হয়েছে ।
বিশ্বকাপে ভারতের সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড : রোহিত শর্মা( অধিনায়ক), যশোস্বী জয়সওয়াল , বিরাট কোহলি, সুভমান গিল , কে এল রাহুল ( উইকেট কিপার), সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া ,রিংকু সিং ,সন্জু স্যামসাং(উইকেট কিপার), শিবম দুবে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং , রবি বিষ্নোই, যজুবেন্দ্র চাহল ।
Discussion about this post