বাংলায় ৩০টি আসন চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলেই বাংলাকে দেশের এক নম্বর রাজ্য বানাবে বিজেপি। মঙ্গলবার কাটোয়ায় এক নির্বাচনী জনসভা করতে এসে এমনটাই দাবি করলেন অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা হরিনঘাটার বিধায়ক অসীম সরকারের হয়ে এদিন প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন ভাষণে অমিত শাহর দাবি, গোটা দেশে যখন বিকাশ হচ্ছে তখন একমাত্র বাংলাই পিছিয়ে যাচ্ছে। বাংলায় বিজেপিকে ৩০ আসন জিতিয়ে দিন , আমরা বাংলাকে দেশের এক নম্বর রাজ্যে পরিনত করব। এরপরই তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন। কিন্তু বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যে ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে সেই টাকা কোথায়? আপনারাই বলুন সেই টাকা কী আপনাদের কাছে পৌঁছেছে? সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লুঠ করেছে। এরপরই তাঁর মন্তব্য, “বাংলার মা-বোনদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছে ভারতীয় জনতা পার্টি তাঁদের শাস্তি দেবেই। বাংলায় প্রকৃত মা-মাটি-মানুষের সরকার গঠন করবে বিজেপি”।
এদিন বর্ধমান পূর্বের জনসভা থেকে একাধিক ইস্যুতে হুঙ্কার ছাড়েন অমিত শাহ। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির যে সমস্ত কর্মীরা নিহত হয়েছিল তাঁদের খুনিদের পাতাল থেকেও খুঁজে বার করেও জেলে ভরবে বিজেপি সরকার। পাশাপাশি তাঁর হুঙ্কার, এই রাজ্যেও সিএএ কার্যকর করা হবে। রামমন্দির প্রসঙ্গে অমিত শাহর বক্তব্য, ৭০ বছর ধরে রাম মন্দির নিয়ে টানাপোড়েন চলছিল। আপনারা বাংলা থেকে ১৮টি আসন দিয়ে নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করলেন, আর মোদিও রাম মন্দির তৈরি করে কথা রাখলেন। এরপরই তৃণমূল নেত্রীকে অমিত শাহর তোপ, “রাম মন্দির উদ্বোধনে মমতা দিদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু উনি গেলেন না। কেন গেলেন না জানেন? কারণ ওরা অনুপ্রবেশকারীদের ভয় পায়”।
Discussion about this post