আইসিসি পরিচালিত t20 বিশ্বকাপ এ পর্যন্ত আটবার খেলা হয়েছে । ২০০৭ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমবার ভারত চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানকে হারিয়ে। শেষবার অর্থাৎ ২০২২ সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় পাকিস্তানকে হারিয়ে। এ পর্যন্ত মোট রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। বিরাট কোহলি ২৫ টি ম্যাচ খেলে ১১৪১ রান করেছেন । সর্বোচ্চ রান ৮৯ নট আউট। বিরাটের পরেই রানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মাহেলা জয়বর্ধনে ৩১ টি ম্যাচ খেলে ১০১৬রান করেছেন, সর্বোচ্চ রান ১০০। এরপর রয়েছেন ক্রিস গেইল। তার রান সংখ্যা ৯৬৫ ,সর্বোচ্চ ১১৭ । একটি ম্যাচে সর্বোচ্চ রানের ক্ষেত্রে এক নম্বর রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, তার রান ১২৩। দ্বিতীয় সর্বোচ্চ রান ক্রিস গেইল ১১৭ এবং তারপর আছেন অ্যালেক্স হেলস ১১৬ নট আউট ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেইল ৬৩ টি, তারপর রোহিত শর্মা ৩৫টি এবং জস বাটলার ৩৩ টি । এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার ২৫ টি ম্যাচ খেলে ৪৭ টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং নয় রানে চার উইকেট । উইকেট শিকারি দ্বিতীয় স্থান রয়েছেন শাহিদ আফ্রিদি ৩৪ টি ম্যাচে ৩৯ উইকেট। তার সেরা বোলিং ১১ রানে চার উইকেট। তারপরেই রয়েছেন লাথিস মালিঙ্গা ৩১ টি ম্যাচ খেলে ৩৮ টি উইকেট নিয়েছে। তার সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট । ইনিংসে সেরা উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান রয়েছেন অজন্তা মেন্ডিস । ৪ ওভার বল করে ২টি মেডেন নিয়ে ৮ রানে ৬ উইকেট। এরপর রঙ্গনা হেরাথ ৩.৩ ওভার বল ২টি মেডেন সহ ৩ রানে ৫ উইকেট। এরপর ওমর গুল ৩ ওভার ৬রান দিয়ে ৫ উইকেট। দুবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। একবার করে বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত এবং পাকিস্তান।
Discussion about this post