টি-টোয়েন্টিতে ৩৪৯ রান! ভাবলেও অনেকের অবাক লাগতে পারে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে এর রেকর্ড গড়েছে হার্দিক পান্ডিয়ার টিম ।ইন্দোরে সিকিমকে সামনে পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বরোদা ।টি-টোয়েন্টি ক্রিকেটে দলগত সর্বাধিক রানের রেকর্ড এটাই ।বরোদার এই ইনিংসে ৩৭টি ছয় এসেছে। কোন ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ড হয়েছে এই ম্যাচে। ইন্দরে বরোদার ক্রিকেটাররা সিকিমের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছেন। ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ভানু পানিয়া। তিনি মারেন ৫টি চার ও ১৫ টি ছয়। ওপেনার অভিমন্যু সিং রাজপুত ৫৩, শিবালিক শর্মা ৫৫ বিষ্ণু সোলাঙ্কি ৫০ রান করেন ।ওপেনার শশাঙ্ক রাওয়াতের ব্যাটে এসেছে ৪৩ রান ।নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ৩৪৯ রান তোলে বরোদা। ৩৫০ সালের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮৬রানে অলআউট সিকিম। ২টি উইকেট নেন নিনাদ রাথবা ও মহেশ পিথিয়া। সিকিমের হয়ে সর্বাধিক ২০ রান করেন প্রবীণ মানকুমার লিম্ব ।এই ম্যাচে হার্দিক পান্ডিয়া কে খেলেননি। ২৬৩ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন বরোদা। চলতি মুস্তাক আলি ট্রফিতে বি গ্রুপে শীর্ষ রয়েছে বরোদা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post