: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী ২৬শে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে বক্সিং- ডে টেস্ট ।এখন প্রশ্ন এই টেস্ট কে কেন বক্সিং-ডে বলা হয়। আদৌ কি আছে মুষ্টি যুদ্ধের সঙ্গে কোন যোগ ! প্রতিবছর বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর পালিত হয় বক্সিং -ডে। যা সরকারি ছুটির দিন। বৃটেন থেকে উদ্ভূত হলেও বহু কমনওয়েলথ দেশে তা রমরমিয়ে পালন করা হয়। বিশেষ দিনে আধুনিক উদযাপনের সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্যকে যোগ করে বড়দিনে পাওয়া উপহারের বাক্স খোলা হয়। সেই কারণেও বক্সিং ডে। বহু দেশে এই দিনে ক্রিসমাসে কাজ করা অভাবী মানুষের হাতে প্রয়োজনীয় জিনিসও দেওয়া হয়। অনেকে বিশ্বাস করেন এই দিনে দান ধ্যানে ভরপুর হয়ে সুখ-সমৃদ্ধি। কারোর কাছে এই দিন কেনাকাটা করার জন্যও শুভ। বক্সিং ডে তে টেস্ট ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া ,দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। সবচেয়ে জনপ্রিয় অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্নে টেস্ট খেলা। বক্সিং ডে টেস্টের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। ১৮৬৫ সালে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যে একটি শেফিল্ড শিল্ডের ম্যাচ হয়েছিল এই এম সি জি তে। দেখতে গেলে সেখান থেকেই শুরু ।১৯৫০ -৫১ অ্যাসেজ সিরিজের সময় মেলবোর্ন টেস্ট ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত খেলা হয়েছিল। চতুর্থ দিনের খেলাটি বক্সিং ডে তে হয়েছিল। ১৯৫৩ থেকে ১৯৬৭সালের মধ্যে কোন টেস্ট ম্যাচ খেলাই হয়নি। কারণ তখন ছটি টেস্ট হয়েছিল ১৯৭৪-৭৫ অ্যাসেজ সিরিজে সামগ্রিক সময়সূচীতে সব টেস্ট দিতে গিয়ে তৃতীয় টেস্ট মেলবোর্নে বক্সিং ডে তে শুরু হওয়ার কথা ছিল । ২০১৩ সালের বক্সিং ডেট টেস্ট ইতিহাস লিখেছিল খেলেছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড। ৯১ হাজার ১০০ পর্যন্ত দর্শক এসেছিলেন খেলা দেখতে। বক্সিং ডে টেস্টে একাধিক স্বরনীয়র মুহূর্ত রয়েছে। ১৯৮৫ সালে অজি কিংবদন্তি স্টিভ ওয়ার অভিষেক করেছিলেন বক্সিং ডে টেস্টে। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যালকাম মার্শাল ৩০০ টেস্ট উইকেট নিয়েছিলেন। ১৯৯৪ সালে স্পিন জাদুকর ওয়ার্ন ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিকের রেকর্ড করেছিলেন। ২০০৬ সালে আবার ইংরেজদের বিরুদ্ধে ৭০০ টেস্ট উইকেট নিয়েছিলেন। ১৯৮৫ সালের ভারত প্রথম অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট খেলেছিল। এখন পর্যন্ত ৯বার বক্সিং-ডে টেস্টে ভারত খেলেছে এমসিজিতে। ১৯৮৫ ,১৯৯১, ১৯,৯৯ ২০০৩ ,২০০৭,২০১১, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে শেষ বার খেলেছে ভারত। মেলবোর্নে ভারতের হয়ে চার ক্রিকেটার সেঞ্চুরি করেছেন। তারা হলেন শচীন টেন্ডুলকার বীরেন্দ্র সেহবাগ আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি।
হঠাৎ বিপদে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খন্ডে তাঁর একটি বাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে হাউসিং বোর্ড ।তাদের দাবি ধোনির ওই...
Read more
Discussion about this post