ভারত নয় অন্য দেশের হয়ে খেলতে চেয়েছিলেন যশপ্রীতি বুমরাহ।আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে দেশ ছাড়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন তিনি।কিন্তু কেন?
কিন্তু যদি ভারতের হয়ে না খেলতেন তাহলে কম দেশের হয়ে মাঠে নামতেন বুমরাহ?আজকের প্রতিবেদনে জানাব সবটা
একটা সময় যশপ্রীত বুমরার লক্ষ্য ছিল কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। সেই মতো প্রস্তুতি নিতেও শুরু করেছিলেন বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার।
একটি সাক্ষাৎকারে বুমরা বলেছেন, ‘‘সব ছেলেই ক্রিকেটার হিসাবে বড় হতে চায়। বড় মঞ্চে খেলতে চায়। দেশের প্রতিটি রাস্তায় খেলা ২৫ জন করে ছেলে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। তাই বিকল্প পরিকল্পনা থাকা উচিত। ওখানে (কানাডায়) আমার কয়েক জন আত্মীয় থাকেন। তাই ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করব। তার পর কাকার বাড়িতে থেকে বাকিটা চেষ্টা করব। আমাদের পুরো পরিবারেরই কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল।’’
সেই সিদ্ধান্ত কেন বদলালেন বুমরাহ?
বুমরা বলেছেন, ‘‘আমার মা পরে মত পরিবর্তন করেন। তিনি কানাডায় স্থায়ী ভাবে বসবাস করতে রাজি হননি। ওখানকার সংস্কৃতি পছন্দ নয় মায়ের। মায়ের ওই সিদ্ধান্ত আমারও উপকারে লেগেছে। তাই আমি খুশি। নিজেকে ভাগ্যবানও মনে করি। ওখানে এক বার চলে গেলে হয়তো কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম। কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভাল কিছু করার চেষ্টা করতাম।’’ বুমরা জানিয়েছেন, পরিবারের সকলে কানাডায় চলে যেতে রাজি থাকলেও মায়ের আপত্তিতেই শেষ পর্যন্ত যাওয়া হয়নি। ক্রিকেটার হিসাবে পরিচিতি পাওয়ার জন্য মায়ের সেই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞ বুমরা। সেই সিদ্ধান্তের জন্যই তাঁর জীবন বদলে গিয়েছে বলেও মনে করেন বুমরা।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post