আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না সন্দেশখালির। ফেব্রুয়ারির শেষে গ্রেফতার হয়েছে সন্দেশখালির কাগুজে বাঘ। তাতে কি? সন্দেশখালির বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানের বাহিনী।
সন্দেশখালির কাগুজে বাঘ শেখ শাহজাহান এখনও জেলে বন্দি। কিন্তু তাতেও আতঙ্ক কাটছে না মানুষের। রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানের বাহিনী। শুধু তাই প্রতারিতদের গলার নলি কেটে খুনের হুমকি দিচ্ছে তারা।
সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। প্রশাসন শেখ শাহজাহান ও তার লোকজনের দ্বারা জোর করে দখল করা জমি ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা এখনও অনেকে পাননি। অভিযোগ, জমি ফেরত চাইতে গেলে টাকা চাইছে শাহজাহান ঘনিষ্ঠ শঙ্কর সর্দার। দেড় বিঘা জমি ফেরতের জন্য ৭০ হাজার টাকা দাবি করেছে শঙ্কর। নিজেদের দখল হয়ে যাওয়া জমির কাছে গেলে তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সন্দেশখালির মানুষের। শুধু তাই নয়, পুলিশকে জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের।
আরও পড়ুন : কেন সিবিআই তদন্ত চাইলেন শাহজাহান?
সন্দেশখালির আরেক বাসিন্দার অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্র গড়ে তোলার জন্য তাঁর কাছ থেকে জমি নিয়েছিল শেখ শাহজাহানের লোকজন। প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁর পরিবারকে দুটি ঘর দেওয়ার এবং একজনের চাকরি। কিন্তু শিশু শিক্ষা কেন্দ্র হয়ে গেলেও তাঁকে কোনও ঘর বা চাকরি কিছুই দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি।
উল্লেখ্য সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন, মাছের ভেড়ি ও জমি দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছে। বিপুল সম্পত্তির মালিক শাহজাহানের টাকার উৎস জানতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সঙ্গে বাকি অভিযোগগুলির তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালির বাসিন্দাদের দাবি, সিবিআই দ্রুত তদন্ত করে তাদের জমি ফেরতের ব্যবস্থা করুক। বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রও সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিবিআই তদন্ত করলে সন্দেশখালির মা-বোনেরা আরও সাহস পাবে। সিবিআই পোর্টাল খুললে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মা-বোনেরা।’
Discussion about this post