প্রেম করছেন দিতিপ্রিয়া।রঙের উৎসবে তা সকলকে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।কিন্তু কে সেই পুরুষ?তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দিতিপ্রিয়া।বড়ো পর্দায় এখন ভালভাবেই কাজ করছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ ভক্ত।তারা সকলেই জানতে চান কার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী!
এরই মাঝে ট্রলিংয়ের মুখে পড়তে হলো তাকে।ঈদের দিন একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।যেই ছবি দেখেই এখন কটাক্ষ করছেন নেটিজেনরা।কিন্তু কি এমন রয়েছে সেই ছবিতে।যা নিয়ে এত সমালোচনা। ছবিতে দিতিপ্রিয়ার পরনে ছিল হালকা গোলাপি ওড়না যেটাকে হিজাবের মতো পড়েছিলেন তিনি।আর তা দেখেই কটাক্ষ মন্তব্যের ঝর ওঠে কমেন্ট বক্সে।বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয় অভিনেত্রীকে।পোস্ট এর কমেন্ট সেকশন অফ করে দেন দিতিপ্রিয়া।অনেকের আবার মন্তব্য মুসলমান প্রেমিক তার।যদিও দিতিপ্রিয়ার মায়ের পোস্ট থেকে জানা যায় প্রেমিকের ডাকনাম ‘রিভু’।কিন্তু তার আসল পরিচয় এখনো সামনে আনেনি দিতিপ্রিয়া।প্রেমিক নিয়ে জল্পনার পাশাপাশি ট্রোল ও করেন নেটিজেনরা।এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে।সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট এর দরুন ট্রোল হতে হয় তারকাদের।দিতিপ্রিয়ার কাছেও এ নতুন কিছু নয়।
Discussion about this post