সন্দেশখালিতে স্কুলের অনুমতি না নিয়ে বিজেপির বৈঠক। বৈঠক শেষে দেখা গেল স্কুলের গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে। ১৩ মে সোমবার বিকেলে অসম ও গুয়াহাটির দুই বিজেপি নেতা সহ একাধিক নেতা কর্মীর বৈঠক হয় সন্দেশখালির এক স্কুলে। প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুলের অনুমতি ছাড়াই নির্বাচনী বিধি আইন অমান্য করে এই বৈঠক হয়েছে। এবং স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসও চুরি গিয়েছে। প্রধান শিক্ষক ওই নেতাদের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অন্যদিকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ সন্দেশখালির তৃণমূল বিধায়কের। ঘটনাটি বসিরহাট মহকুমার ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া প্রাথমিক স্কুলের। স্কুল কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক স্কুলের মধ্যে বৈঠক করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আজকে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করে দেখুন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
পাশাপাশি প্রধান শিক্ষক আরো জানান, স্কুলের গোপন নথিপত্র, জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। অন্যদিকে, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নিলয় সরকার জানান, পুরো বিষয়টা তারা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
Discussion about this post