বাংলায় ভোটপ্রচারে এসে এবার বাঙালির সত্যজিৎ রায় আবেগে শান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশংকর বোসের সমর্থনে মশাটে জনসভা করেন শাহ। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী উদ্দেশে তাঁর খোঁচা, ”আমাদের সত্যজিৎ রায়, খুব বিখ্যাত শিল্পী ছিলেন। তাঁর ছবি ‘হীরক রাজার দেশে’ খুব প্রসিদ্ধ। মমতার আমলে তিনি বেঁচে নেই। সত্যজিৎদা বেঁচে থাকলে ‘হীরক রানির দেশে’ নামে সিনেমা বানাতেন।” অমিত শাহর এই মন্তব্যের পরই পালটা আক্রমণ শানিয়েছেন শাসকদল।
দলের মুখপাত্র সুদীপ রাহা বলেন, ”আসল হীরক রাজা তো নরেন্দ্র মোদি। তাঁর জমানায় যা দেশের হাল, তা তো বলার নয়। তাঁর জমানায় পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, মানুষজনের জীবনযাত্রার মান পড়ে যাওয়া এসবই তো চলছেই। আর তাঁর পাশে বসে হীরক রাজার আরেক সেনাপতি অমিত শাহ মোদিকে দেখতে পাননি। আর মমতাকে বলছেন হীরক রানি। এটা সত্যের অপলাপ।” এখানে শেষ নয়। এদিনের সভা থেকে সিএএ, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন অমিত শাহ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ‘ভাইপো’ বলেও কটাক্ষ করেছেন। অমিতের সংযোজন ”মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর আপনার ভাইপো যতই বলুন, সিএএ হবেই। প্রত্যেক শরণার্থীকে আমরা নাগরিকত্ব দেবই। আর অনুপ্রবেশও বন্ধ করব। বিজেপিকে জেতান, অনুপ্রবেশ তো বন্ধ হবেই, সীমান্ত পেরিয়ে একটা পাখিও ঢুকতে পারবে না।” এরপরই শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁচা, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ-রাষ্ট্রপতিকে, সাংবিধানিক পদকে নিয়ে মশকরা করেন। আরে কল্যাণ ব্যানার্জি, শরম করো, শরম করো, শরম করো। আপনি শ্রীরামপুরের জনপ্রতিনিধি। উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেন।’’
Discussion about this post