রামনবমী ও পবিত্র ঈদে রাজ্যে শান্তি ও সৌভ্রাত্র বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান জানিয়ে প্রদেশ কংগ্রেসের সদ্ভাবনা যাত্রা। নাখোদা মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত সদ্ভাবনা যাত্রা প্রদেশ কংগ্রেসের।
প্রদেশ কংগ্রেসের ডাকে রামনবমী ও পবিত্র ঈদ উপলক্ষে সৌভ্রাত্র বজায় রেখে পালনের আহ্বান জানিয়ে জ়াকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত পালন করা হল সদ্ভাবনা যাত্রা। সদ্ভাবনা যাত্রার বার্তা নিয়ে রাজ্যের সমস্ত ব্লক ও জেলা স্তরেও হবে মিছিল। নাখোদা মসজিদ থেকে রামমন্দির পর্যন্ত সদ্ভাবনা যাত্রার নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
দলীয় কর্মী সমর্থকদের সাথে সদ্ভাবনা যাত্রায় পা-মিলিয়ে প্রদেশ সভাপতি সংবাদ মাধ্যমে বলেন, ইদ ও রামনবমী যাতে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়, সেকারনে ইতিমধ্যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি লন্ডনের মাটিতে প্রবাসী ভারতীয়রা মুখ্যমন্ত্রীকে আর জি কর কান্ড প্রসঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেওয়া অন্যায় কিছু নেই মত প্রদেশ সভাপতি। আর জি কর কান্ডের বিচার প্রক্রিয়া চলছে পারিপার্শ্বিক সাক্ষ্য – প্রমাণ ও তদন্তের উপর ভিত্তি করে। কিন্তু এই ভয়ঙ্কর অপরাধের উৎস খুঁজে বার করার দায় ও দায়িত্ব অবশ্যই সরকারের। তাই যতদিন না পর্যন্ত আর জি কর কান্ডের ‘সোর্স অব ক্রাইম’ খুঁজে বার করবে রাষ্ট্র ততদিন পৃথিবীর যে প্রান্তেই যাননা কেন প্রকৃত বিচার চেয়ে ‘অভয়া’ র আত্মার কান্না এবং ‘অভয়া’র পিতা-মাতার দীর্ঘশ্বাস মুখ্যমন্ত্রীকে তাড়া করে বেড়াবেই।
Discussion about this post