সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়লো বাড়ির গ্যারেজে থাকা দুটি গাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটে, বালুরঘাট পুরসভার ১৪ নং ওয়ার্ডের চকভৃগুর শিমুলতলা এলাকার স্থানীয় বাসিন্দা তথা সরকারি আধিকারিক বাপ্পাদিত্য মুন্সি ও শিলাদিত্য মুন্সির বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৭টা নাগাদ স্থানীয়রা আচমকাই বাড়ির গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন। দেখা মাত্রই তড়িঘড়ি করে থানায় ও দমকেল খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন ও পুলিশ। দমকল আসতে আসতেই একেবারে ভস্মীভূত হয়ে যায় চারচাকা ও একটি মোটরবাইক। এরপর ঘটনাস্থলে পৌঁছে, প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। দমকলের সঙ্গে আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রাও। জানা যায়, ঘটনার সময় বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে আগুন লাগার সঠিক কারণ, এখনও জানা যায়নি। শুরু পুলিশি তদন্ত। ঘটনা ঘিরে আতঙ্কিত এলাকাবাসী।
Discussion about this post