সোমবার নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুরের তৃণমূল প্র্রার্থী পার্থ ভৌমিক। উল্লেখ্য, এদিন সকালেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করেছেন। মনোয়ন পেশ করার আগে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, আমি দীর্ঘদিনের বিধায়ক, তবে এবারই প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিতে চলেছি। এটা আমার কাছে বড় পরীক্ষা। যেমন কোনও পরীক্ষার আগে মানুষ মায়ের কাছে পুজো দেন, আমিও তাই দিলাম। বড়মার কাছে প্রার্থনা করলাম সমস্ত ব্যারাকপুরবাসী মঙ্গল কামনায়। এরপরই তিনি হাসির ছলে বলেন সকল ব্যারাকপুরবাসীর মধ্যে অর্জুন সিংও আছেন। ব্যারাকপুরে প্রার্থী হওয়ার পরই দেখা যাচ্ছে অভিনব পন্থায় প্রচার সারছেন পার্থ ভৌমিক। কখনও তিনি লোকাল ট্রেনে উঠে পড়ছেন বা কখনও জলের বোতলে তাঁর ছবি ও দলীয় প্রতীক দিয়ে বিলি করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, যে ভাবেই প্রচার করি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। প্রতিপক্ষ অর্জুন সিংয়ের নাম না নিয়ে তিনি আরও বলেন, ব্যারাকপুরের মানুষ বুঝতে পেরেছে আগের সাংসদ পরিক্ষীত। আমি এখনও লোকসভায় কাজ করার সুযোগ পাইনি, তাই আমাকে একটা সুযোগ দিলে ব্যারাকপুরের জন্য ভালো কাজ করব। আমি আশাবাদী, ব্যারাকপুরের মানুষ আমাকেই সুযোগ দেবেন। এদিন মনোনয়ন পেশের সময় পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিধায়করা।
ব্রিগেডের জনসভা থেকে ব্যারাকপুরে প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা হতেই মঞ্চ থেকে নেমে এসেছিলেন অর্জুন সিং। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর তিনি ফের বিজেপিতে ফিরে যান এবং লোকসভার টিকিট পান। অপরদিকে নৈহাটির বিধায়ক হিসেবে পার্থ ভৌমিক বেশ জনপ্রিয়। ফলে তাঁকেই ব্যারাকপুরে প্রার্খী করে বাজিমাৎ করতে চাইছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। এদিন বারাসতের জেলাশআসকের দফতরে মনোনয়ন পেশ করে ব্যারাকপুর দখলের অঙ্গীকার করেন তৃণমূলের পার্থ ভৌমিক।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more
Discussion about this post