এসএসসি মামলার ঐতিহাসিক রায় নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। হাইকোর্টের নির্দেশে মুহূর্তের মধ্যে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ হাজারের বেশি কর্মী। ২০১৬ এর গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশ গোটা প্যানেলই বাতিল করে দিলেন বিচারপতি ও মোহাম্মদ শব্বার রসিদির ডিভিশন বেঞ্চ। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এবার গোটা পরিস্থিতির দায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধেই চাপালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুনাল বলেন, “পার্থ চট্টোপাধ্যায়রা চক্রান্ত করে পাপ করেছেন। ভোটের মুখে সরকার তথা দলকে তা ভুগতে হচ্ছে। উত্তর দিতে হচ্ছে।” সোমবার হাইকোর্টের রায়ের পরপরই দুপুরে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। সেখানেই এসএসসির রায় সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। তাঁর কথায়, “যাঁরা অপরাধ করেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক। কিন্তু যাঁরা দোষ করেননি, তাঁদের চাকরির দরজা যেন বন্ধ না হয়।” অন্যদিকে এই রায়ের পেছনেও চক্রান্ত থাকতে পারে বলে অনুমান কুনালের। তার কথায়, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি মামলার দায়িত্বে ছিলেন। হঠাৎ করে বিজেপিতে যোগদান তারপর লোকসভা নির্বাচনে লড়া। ফলে যারা ভোটের মুখে এই সংক্রান্ত রায় দিচ্ছেন, যোগ্যদের অনিশ্চিয়তার মুখে ফেলছেন, তাঁদের মধ্যে অভিজিৎবাবুর উত্তরসুরী রয়েছেন কি না, সেটাও প্রশ্ন।”
Discussion about this post