পারদ উর্দ্ধমুখী, তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। গরমের হাত থেকে বাঁচতে রাতদিন কুলার, এসি, ফ্রিজ ও ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে। তার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এদিকে মাসের শেষে বিদ্যুতের খরচ জোগাতে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। এই পরিস্থিতিতে শুক্রবার বেসরকারি বিদ্যুৎ সংস্থা CESC –র শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ উন্নয়ন ভবনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু এবং পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম। এদিনের বৈঠকে CESC –র শীর্ষ আধিকারিকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদানের নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। সেই সঙ্গে কোথাও কোনও যান্ত্রিকর ক্রুটি থাকলে তা অবিলম্বে সারাতে। এর পাশাপাশি, যান্ত্রিক গোলযোগের কথা গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানোর নির্দেশও দেন তিনি। শুধু তাই নয়, সেই সময় গ্রাহকদের যাতে কোনও রূপ অসুবিধা না হয়, সেক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে গ্রাহকদের। পাশাপাশি, বাড়াতে হবে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও কর্মী সংখ্যাও। রাজ্যবাসীর কথা মাথায় রেখে ভোটের আগে CESC আধিকারিকদের কড়া নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর।
কসবা ল কলেজের ঘটনার পর রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একের পর এক বিস্ফোরক অভিযোগ করতেই বিতর্কের জন্ম দিয়েছে। আর...
Read more
Discussion about this post