ভোট বড় বালাই। এবার সেই ভোট মরশুমে সুজন-সৌগত-দিলীপরা ধরা পড়লেন অন্য মুডে। একঝলকে দেখে নেব রাজনীতি কারবারিদের সেই কাহিনী।
ঈদের সকালে অন্য রাজনীতি দেখল বাংলা। কু-কথা নয়, পরস্পরের উদ্দেশে শুভেচ্ছা, ভালোবাসা, সৌজন্য বিনিময়ে ব্যস্ত থাকতে দেখা গেল শাসক-বিরোধী দুই শিবিরকেই।
দমদম লোকসভা কেন্দ্রে তারা আসন্ন ভোটে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এবার সেই সুজন-সৌগতকেই ইদের সকালে দেখা গেল সম্পূর্ণ অন্য মুডে। দুজনের মুখেই অমলিন হাসি। অভিভাবকের মতই সুজনের উদ্দেশে সৌগতর প্রশ্ন এত পরিশ্রমই বা করছেন কেন?
আসন্ন নির্বাচনে বাঁকুড়া থেকে দাঁড়িয়েছেন দুজনে। পেশায় আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বাঁকুড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। অন্যদিকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী। নীলাঞ্জনকে দেখতেই অরূপের প্রশ্ন কেমন হচ্ছে ভোট।
সম্প্রতি তাঁকে লাঠি হাতে জন সংযোগে বেরতে দেখা গিয়েছিল। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ার পর তারপরই দিলীপের হাতে লাঠি যোগ। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। দিলীপও নিয়েছিলেন একহাত। এবার সেই দিলীপ ঘোষকেই ইদের সকালে তৃণমূলের অনুষ্ঠানে বসে সরবতের গ্লাসে চুমুক দিতে দেখা গেল। জয় বাংলা স্লোগানের মাঝে সর্ব ধর্মের উদ্দেশে ধর্মীয় সহিষ্ণুতার বার্তাও দিলেন তিনি। সবমিলিয়ে বাংলা রাজনীতির সংস্কৃতিতে এ যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মত ছবি।
রাজ্যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন চলছে বিভিন্ন অ়ঞ্চলে। এবার এরই মাঝে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে...
Read more
Discussion about this post