রামনবমী উপলক্ষে বাংলায় অশান্তি ছড়াতে পারে বিজেপি। পূর্বেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের উদ্দেশে মমতার আবেদন, কেউ যেন প্ররোচনায় পা না দেন। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে পাল্টা সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কোচবিহারে তৃণমূলের নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে সভা করতে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি সংখ্যালঘু ভাই বোনদের বলব, ১৭ এপ্রিল ওদের (বিজেপি) সংঘর্ষ করার দিন। আমি মনে করি, ওই দিন মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে প্রার্থনা করবেন। ওদের (বিজেপি) বিদায় চাইবেন। কেউ প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা সংঘর্ষ করে এনআইএ ঢুকিয়ে দেবে, ভোটটা যাতে না হয়। আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়, সে ব্যবস্থা করবে”। একইসঙ্গে রামনবমীর দিন রাজ্যজুড়ে সরকারি ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর সেই বার্তারই পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কোচবিহার নির্বাচনী প্রচার চালান বিরোধী দলনেতা শুভেন্দু। সংহতি ময়দানের সভায় শুভেন্দুর পাল্টা অভিযোগ, ‘‘সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। ভারতবর্ষে ওরা জাত পাতের রাজনীতি করে। সংখ্যালঘুদের ভয় দেখায়।সিএএ বিরোধিতা করে। এক মাসের বেশি হয়ে গিয়েছে, সিএএ-তে কারও নাগরিকত্ব যায়নি। তাই সংখ্যালঘুরাও মুখ ফিরিয়ে নিয়েছেন তোলামূল থেকে। মুখ্যমন্ত্রী যা বলেছেন, যত রকম উস্কানি দেওয়া যায়, তাই তিনি দিয়েছেন।’’
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post