নিজস্ব প্রতিনিধি: ‘আমার বাড়িতে ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেব?’ ঠিক এই ভাষাতেই একদা সহকর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়। শুধু তাই নয়, উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন তিনি।
সালটা ২০১৭। চিটফান্ড সংস্থা রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় তাঁকে ভুবনেশ্বরে নিয়ে চলে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে আর্থিকভাবে সুবিধা নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ওই চিটফান্ড সংস্থার টাকায় বিদেশ ভ্রমণ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। সিবিআই এর দাবি, রোজভ্যালির টাকায় বিলাসবহুল গাড়ি কিনেছিলেন তৃণমূল নেতা। গৌতম কুণ্ডুর ছেলেকে পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তির জন্য নিজের সাংসদ প্যাডে সুপারিশও করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও ৪ মাসের বেশি সময় পরে তাঁকে বেশ কিছু শর্তে জামিন দেয় ওড়িশা হাইকোর্ট।
অন্যদিকে, রোজভ্যালিকাণ্ডের তদন্তে একদা শ্রেয়া পাণ্ডেকে তলব করেছিল অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির তরফে দাবি করা হয়, শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকা জমা হয়েছে। সেই টাকা দেওয়া হয়েছে রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে। রোজভ্যালিকাণ্ডে সিবিআই এর জমা দেওয়া চার্জশিটেও ছিল সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নাম। দল বদল করে এবার দুই তৃণমূল নেতা নেত্রীকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে হুঁশিয়ারি দিলেন তাপস রায়।
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ তাপস রায়। সুদীপের সঙ্গে তাঁর মনোমালিন্যের জেরে শুরু হয়েছিল প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়ি। কুণাল ঘোষকে পাঠিয়ে তৃণমূলের তরফে মধ্যস্থতা করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। গেরুয়া শিবিরেই নাম লেখান তাপস। এরপর পদ্ম শিবির তাঁকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। একদা সহকর্মী সুদীপের বিরুদ্ধে আসন্ন ভোটে লড়াই করছেন তাপস রায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে রোজভ্যালি মামলা এবং কেন্দ্রীয় এজেন্সির কথা তুলে সুদীপ ও শ্রেয়াকে চাপে রাখার পথে হাঁটলেন তাপস রায়।
Discussion about this post