‘বিজেপি সরকারের মেয়াদ খুব কম। ৪ জুন দিল্লিতে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না’। বসিরহাটের নির্বাচনী জনসভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সন্দেশখালি ইস্যুতেও তোপ দাগলেন গেরুয়া শিবিরকে। সেই আবহে অভিষেকের জেলে যাওয়ার ভবিষ্যৎবাণী করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। এজলাস থেকে রাজনীতির ময়দানে পা রেখেছেন। নিত্যদিনই তৃণমূলকে তুলোধোনা করতে দেখা যায় তমলুকের বিজেপি প্রার্থীকে। এবার যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে একহাত নিলেন তিনি। ভোট আবহে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী একটা। একটা মিথ্যেবাদীর বাচ্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আমি তার ওপর নির্ভর করে কোনও উত্তর দেব না। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হরিদাস পাল একটা’। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘কত রেটে চাকরিগুলো বিক্রি করেছেন? ২০২১ সাল থেকে তাঁরা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে। কেন তিনি আটকাননি? কারণ সেখানে তাঁর ইন্টারেস্ট ছিল। চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন। নিশ্চয়ই হয়েছেন। তিনি এবং তাঁর ওই ছ্যাঁচড়া ভাইপো। এই জন্যই আমি রেট জানতে চেয়েছি’। প্রাক্তন বিচারপতি আরো বলেন, ‘কালীঘাটের কাকু কী বলেছেন? তাঁর কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে গিয়েছে। এবার দেখুন কি বেরোয়। কার কার নাম আসছে না আসছে। একজন জেলযাত্রী, ক্রিমিনালের কথার আমি উত্তর দেব?
মেদিনীপুর ও মালদায় ট্যাবের টাকা না পাওয়া নিয়ে পড়ুয়াদের বিস্তর অভিযোগ। এবার এই ২ জেলার মোট ৭ জন প্রধান শিক্ষকের...
Read more
Discussion about this post