নরওয়ে যাচ্ছেন না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যেতে এমনই খবর সামনে এল। লিঙ্গ সাম্য ও মহিলাদের ক্ষমতায়নের জন্য নরওয়ে সরকার সেখানে যে নীতি বাস্তবায়িত করেছে, সে ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ৫ দিনের সফর ছিল তাঁর। কিন্তু তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না সে বিষয়ে খোলসা করে কিছুই বলেননি তৃণমূলের ‘সেনাপতি’। কদিন আগে নয়াদিল্লিতে নরওয়ের দূতাবাস থেকে জানানো হয়েছিল, নভেম্বরে অসলো সফরে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১৭ থেকে ২২ নভেম্বর পাঁচ দিনের সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেককে।বাংলায় তৃণমূল সরকারের মেয়াদে মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ণের জন্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের রূপায়ণ করেছে। হতে পারে সে সব কারণেই বাংলার শাসক দলের প্রতিনিধিকে ডাকা হয়েছিল অসলো কনভেনশনে। সূত্রের খবর, বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন অতি দ্রুত হবে তৃণমূল কংগ্রেসের। সেই জন্য এই সফর বাতিল করেছেন অভিষেক। ভারত ও নরওয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও উন্নত করতে এই সম্মেলন। এই কর্মসূচির আয়োজন করেছে রয়াল নরওয়েজিয়ান এমব্যাসি, ইউএন ওমেন। তবে তাতে উপস্থিত থাকছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বিষয়ে অভিষেক জানিয়েছেন, তিনি আপাতত নরওয়ে সফরে যাচ্ছেন না। এ ব্যাপারে নরওয়ে দূতাবাসকে তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন।
ডিএনআই বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স, বাংলায় বলতে হলে বলা যায় গোয়েন্দা বিভাগের অধিকর্তা। তাও যে সে দেশের নয়, বিশ্বের...
Read more
Discussion about this post