গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতিতে বার বার সরগরম হয়ে উঠেছে রাজ্য। দুর্নীতির অভিযোগের শুরুতেই ছিল শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি। সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করলেন। হাইকোর্টের নির্দেশে এসএসসি মামলায় ২৩ হাজার ৭৫৭ জনের জনের চাকরি বাতিল করা হল। বাতিলের তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছেন। আদালত জানিয়েছে, এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে সুদ-সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে। বছরে ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে.।
২০১৬ সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মোট ২৩ হাজার ৭৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
অবৈধভাবে চাকরি প্রাপকদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তারা।
বিস্তারিত আসছে…
Discussion about this post