গরম পড়তে না পড়তেই এসি কেনার হিরিক লেগে যায়।আজকাল যা গরম পড়ছে তাতে বাইরে বেরোনো তো দুরস্ত ঘরেও শান্তি মিলছেনা।তাই শরীর ঠান্ডা রাখতে ভরসা ওই এসির ওপর।যারাই নতুন এসি কিনছেন তাঁদের মনে একাধিক প্রশ্ন থাকে।শোরুমে গিয়ে দেখে বেছে এসি কিনতে হবে।এদিকে কত টনের এসি কিনবেন এই নিয়ে কেউ কেউ উদ্বিগ্ন।কিন্তু তাদের মধ্যে অনেকেই জানেন না এসি তে এই ‘টন ‘ শব্দের মানে কি? অনেকে আবার এসির ওজনের সাথে এই ‘ টন ‘ শব্দটিকে গুলিয়ে ফেলেন। আজ এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক এসি এই ‘ টন’ শব্দের মানে কী।
আসলে টন হল একটি ইউনিট।যেই ইউনিট দিয়ে আপনার ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এয়ার কন্ডিশনারটির ঠান্ডা করার ক্ষমতা পরিমাপ করা হয়।এখন প্রশ্ন হল এটা কিভাবে করা হয়?অর্থাৎ কী ভাবে টন নির্ণয়ের মাধ্যমে এসির শীতল করার ক্ষমতা জানা যায়? এটি প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়। যা সাধারণত BTU/hr হিসাবে প্রকাশ করা হয়।এসি গুলির জন্য BTU পরিসীমা ৫০০০ থেকে ২৪০০০ BTU এবং ১২০০০ BTU ১ টন-এর সমান হয়।
BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিট হল মান পরিমাপের একক যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ BTU/hr প্রয়োজন। আপনার ঘরের আকার বিশেষত কত বর্গফুটের ঘর তার ওপর নির্ধারণ করা হবে আপনার কত টনের এসি দরকার। অন্যথায় এসি শীতলিকরন ক্ষমতা সঠিক হবেনা।
Discussion about this post