২৪ বছরের শাসনের অবসান। বিজেপির হাতে খতম ওড়িশায় নবীন জমানা। মহারাষ্ট্র, বাংলা ও উত্তরপ্রদেশের মাঝে ওড়িশায় চোখ ধাঁধানো ফল বিজেপির। গোটা দেশে প্রত্যাশিত আসনে জয়লাভ না করলেও ওড়িশায় অভিনব ফল করল বিজেপি। ওড়িশায় বিধানসভা ও লোকসভা ভোট একই সঙ্গে সম্পন্ন হয়েছে। বিধানসভা ভোটে ১৪৭ টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৭৮ টি। অন্যদিকে বিজেডিকে থামতে হয়েছে মাত্র ৫১ টি আসনে। ম্যাজিক ফিগার ৭৪ এর অনেক আগেই থেমে গিয়েছে বিজেডির বিজয়রথ। অন্যদিকে লোকসভা ভোটে একইভাবে জগন্নাথের ভূমিতে দারুণভাবে সফল বিজেপি। ২১ টির মধ্যে ২০ টিতেই জয়লাভ করেছে তারা। একটি আসনে জিতেছে কংগ্রেস। অর্থাৎ লোকসভা ভোটে শূণ্য নবীন পট্টনায়েকের দল বিজেডি।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলায় প্রত্যাশিত ফল করতে পারেনি মোদীর গেরুয়াশিবির। কেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বলাবাহুল্য ওড়িশায় বিজেপির এই সাফল্য মান রক্ষা করল বিজেপির। এদিকে বিজেপির হাতে ২৪ বছরের শাসনের অবসান ঘটল নবীন পট্টনায়েকের। ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। দীর্ঘ ২৪ বছরের রাজত্বে নবীন ওড়িশাকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছেন।
২০০০ সালে ওড়িশা বিধানসভায় সাফল্য পায় বিজেডি। বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করেন। এই সরকারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন নবীন। এর আগে ১৯৯৮ সালে লোকসভা উপ-নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় নবীনের। তারপর থেকে তিনি দেশে সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার নিরিখে দ্বিতীয় স্থানে।
অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে ইন্ডি জোট। কংগ্রেসও গত ১০ বছরের ক্ষরা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। গতবারের তুলনায় দেশভর বিজেপির যখন ৬৩ টি আসন কমেছে, অন্যদিকে পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে কংগ্রেস। এই নির্বাচনে তাঁদের বাড়তি লাভ ৪৭ টি আসন। সবমিলিয়ে মোদী ঝড় অন্তত এই নির্বাচনে মলিন।
ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান
Discussion about this post