জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে আরও সতর্ক হল কলকাতা পুলিশ। সেই মর্মে বাহিনীর জন্য নির্দেশিকা জারি করে নতুন কমিশনার মনোজ বর্মা বুঝিয়ে দিয়েছেন, এই আন্দোলন আর পাঁচটা প্রতিবাদ-বিক্ষোভ থেকে আলাদা। তাঁর কড়া নির্দেশ, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বিষয়টি সামলাতে হবে। বাহিনীর উদ্দেশে পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য, ‘সহকর্মী হোন বা সাধারণ নাগরিক, মহিলার সঙ্গে অশালীন আচরণ করা যাবে না। এমনকী পুরুষদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে।’ পুলিশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এদিকে ধর্মতলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এই প্রসঙ্গেও সোমবার মুখ খুললেন কলকাতার নগরপাল মনোজ ভর্মা। তাঁর স্পষ্ট বার্তা, চিকিৎসক বা সংবাদমাধ্যম যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ না পায়। ধর্মতলায় ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের অবস্থান প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশার মনোজ ভর্মা বলেন, ‘১৬৩ ধারা ভঙ্গ করা হলে। পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।’ শনিবার রাত থেকে ধর্মতলায় ১০ দফাত দাবিতে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। আন্দোলনকারীদের দাবি, কলকাতা পুলিশকে ইমেল করে বায়ো-টয়লেটের আবেদন জানানো হলেও তা মেলেনি।
সলমনের পর এবার টার্গেটে কিং খান। প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ছত্তিশগড় থেকে একটি উড়োফোনে শাহরুখকে প্রাণে মারার হুমকি...
Read more
Discussion about this post